গান্ধীনগর: ভারতীয় জাদুঘরের স্মৃতি উস্কে দিয়ে সহকর্মী জওয়ানের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটল। জওয়ানের (Jawan) গুলিতে মৃত্যু (Killed) হল অপর দুই জওয়ানের। গুজরাতে আসন্ন নির্বাচনের (Vote) জন্য ডিউটিতে যাওয়া আধাসামরিক জওয়ানের (Paramilitary Jawan) ওই গুলি চালনাতে আহত আরও দুই। মৃতদের নাম তৈবা সিং ও জিতেন্দ্র সিং। আহতরা হলেন চোরাজিত ও রোহিকানা। ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধ্যায় পোরবন্দর থেকে ২৫ কিলোমিটার দূরে টুকদাগোসা গ্রামে। সেসময় ওই জওয়ানরা কর্তব্যরত ছিলেন না। তখনই তাঁদের মধ্যে গণ্ডগোল বাঁধে। একে ৪৭ রাইফেল থেকে গুলি চালানো হয়। প্রত্যেকে মণিপুরের বাসিন্দা। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের (IRB) সদস্য।
পোরবন্দরের জেলাশাসক (District Magistrate) এএম শর্মা বলেন, সন্ধ্যার সময় নিজেদের মধ্যে মারামারি থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পারছি। তাঁরা সিএপিএফের পাশাপাশি পোরবন্দরে ডিউটির জন্য এসেছেন। কী কারণে ঝগড়া বাঁধল তা খতিয়ে দেখা হবে। তবে ওই সময় তাঁরা কর্তব্যরত ছিলেন না।
আরও পড়ুন: Airhostess Coaching: ইংরেজি বলতে পারে না, অকালেই স্বপ্ন ঝরে গেল এয়ারহোস্টেস প্রশিক্ষণরত ছাত্রীর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম দুই জওয়ানের একজনকে পাকস্থলীতে ও অন্যজনকে পায়ে গুলি করা হয়। প্রথমে তাঁদের পোরবন্দর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের জামনগরে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত কনস্টেবলের নাম এস ইনুচ্যাসিং। তাঁরা টুকদাগোসা গ্রামে সাইক্লোন সেন্টারে থাকছিলেন।
পোরবন্দরে আগামী ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর বিধানসভা ভোট (Assembly Election) রয়েছে। তার আগে সেখানে ডিউটিতে যান ওই জওয়ানরা।