চলতি কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) মেক্সিকোর বিরুদ্ধে দারুণ জয়ের পরেই আর্জেন্টিনা (Argentina)-র নক আউটে ওঠার সম্ভাবনা বেড়ে গিয়েছে। গ্রুপ সি-তে এখন যা অবস্থা তাতে প্রি কোয়ার্টার ফাইনালে উঠতে হলে লিগের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে আর্জেন্টিনাকে। দু ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় এখন শীর্ষে পোল্যান্ড (৪ পয়েন্ট)। গোল পার্থক্যে দু নম্বরে আর্জেন্টিনা (৩ পয়েন্ট), তিনে সৌদি আরব (৩ পয়েন্ট), সবার শেষ মেক্সিকো (১ পয়েন্ট) । এই গ্রুপের প্রথম ম্যাচে সৌদি ২-১ গোলে হারাল আর্জেন্টিনাকে, তারপর পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ গোলশূন্যে শেষ হয়। এরপর সৌদিকে ২-০ গোলে হারায় পোলান্ড, আর আর্জেন্টিনা ২-০ গোলে হারায় মেক্সিকোকে।
আরও পড়ুন-FIFA WC 2022: ১২ বছর পর বিশ্বকাপে জিতল অস্ট্রেলিয়া
মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় গ্রুপে লিগের শেষ ম্যাচে আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। একই সময় মেক্সিকোর মুখোমুখি হবে সৌদি আরব। আর্জেন্টিনা যদি হেরে যায়, তাহলে শেষ ম্যাচে সৌদিকে হারালেই পোল্যান্ডের সঙ্গে শেষ ষোলোয় উঠবে মেক্সিকো। আবার মেসিরা হেরে গেলে, মেক্সিকোর বিরুদ্ধে ড্র করলেও নক আউটে উঠবে সৌদি।
🚀 from #Messi𓃵 that sent all of @Argentina over the 🌝
Catch more of Messi magic at the #WorldsGreatestShow 👉🏻 LIVE on #JioCinema & @Sports18 📺📲#ARGMEX #Qatar2022 #FIFAWorldCup #FIFAWConJioCinema #FIFAWConSports18 pic.twitter.com/YFOPu4VEuA
— JioCinema (@JioCinema) November 26, 2022
আবার লেওয়ানডস্কিদের বিরুদ্ধে মেসিরা জিতলে, আর মেক্সিকো শেষ ম্যাচে সৌদিকে হারালে গোলপার্থক্যে ঠিক হবে মেক্সিকো না পোল্যান্ড কারা নক আউটে উঠবে আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টিনা যদি শেষ ম্যাচে ড্র করে, আর সৌদি যদি জিততে না পারে, তাহলেও গোলপার্থক্যে মেসিরা নক আউটে উঠে যেতে পারেন। যেহেতু সৌদি ও মেক্সিকোর থেকে আর্জেন্টিনার গোল পার্থক্য ভাল। মেক্সিকোর থেকে আর্জেন্টিনা গোলপার্থক্যে ৩টি গোলে এগিয়ে। তাই সৌদিকে যদি দু গোলের ব্যবধানেও হারায় মেক্সিকো, আর মেসিরা শেষ ম্যাচে ড্র করে তাহলে উঠে যাবে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনা যদি পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করে, আর অন্যদিকে, মেক্সিকোকে হারিয়ে দেয় সৌদি আরব, তাহলে কিন্তু মেসিরা ছিটকে যাবেন।
তবে গ্রুপ সি-র শেষ রাউন্ডে দুটি খেলাই ড্র হলে, আর্জেন্টিনার গোলের গড় ভাল থাকায়, গ্রুপ রানার্স হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে। মেসিরা গ্রুপ রানার্স হয়ে শেষ ষোলোয় উঠলে, আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। গতবার ফ্রান্সের কাছে হেরে প্রি কোয়র্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন মেসিরা।
গ্রুপ সি-র পয়েন্ট তালিকা
পোল্যান্ড: ৪ পয়েন্ট (স্বপক্ষে: ২, বিপক্ষে: ০ , গোল পার্থক্য: ২)
আর্জেন্টিনা: ৩ পয়েন্ট (স্বপক্ষে: ৩, বিপক্ষে: ২ , গোল পার্থক্য: ১)
সৌদি আরব: ৩ পয়েন্ট (স্বপক্ষে: ২, বিপক্ষে: ৩ , গোল পার্থক্য: -১)
মেক্সিকো: ১ পয়েন্ট ( (স্বপক্ষে: ০, বিপক্ষে: ২ , গোল পার্থক্য: -২)