Tuesday, September 9, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবোহ লুকে চমকে দিলেন জয়া আহসান

বোহ লুকে চমকে দিলেন জয়া আহসান

কলকাতা: রোদ-বৃষ্টির খেলা চললেও এখন গ্রীষ্মকাল। অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan) চোখে আরাম দেওয়া সামার ড্রেসে ফ্রেমবন্দী হয়েছেন। গোলাপি আভায় নতুন এক লুকে ধরা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনেত্রী জয়া আহসানের গ্ল্যামারের (Jaya Ahsan Glamour) কাছে বয়স হার মানে। নতুন লুকে বয়সকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন জয়া। অনেক তরুণের ক্রাশ হয়ে ওঠেছেন তিনি।

তাঁর ফিগার ও সৌন্দর্য দেখে মনে হয় সত্যিই বয়স একটা সংখ্যা মাত্র! কালো ওপর পিঙ্ক ফ্লোরাল কাজের ক্রপটপ সঙ্গে স্কাট ও জ্যাকেট পরা বেশ কয়েকটি ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। একেবারে অষ্টাদশী মনে হচ্ছিল অভিনেত্রীকে। তার নতুন হেয়ার কাট ও স্টাইলও মনে ধরেছে নেটিজেনদের। জয়ার মধ্যে যে আত্মবিশ্বাসের কোনও কমতি নেই, তা তিনি আগেও প্রমাণ করেছিলেন।

আরও পড়ুন: রবিনার ফ্যাশন স্টেটমেন্টের কাছে হার মানে মেয়ে রাশার গ্ল্যামারও

 

View this post on Instagram

 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

অন্য খবর দেখুন

Read More

Latest News