Thursday, October 9, 2025
Homeলাফিয়ে লাফিয়ে বাড়ছে Jio-র গ্রাহক সংখ্যা, মন্দায় ডুবছে Vi, BSNL

লাফিয়ে লাফিয়ে বাড়ছে Jio-র গ্রাহক সংখ্যা, মন্দায় ডুবছে Vi, BSNL

ওয়েব ডেস্ক: দেশজুড়ে হু-হু করে বাড়ছে জিও-র (Jio) গ্রাহক সংখ্যা। সেই সঙ্গে ফুলে ফেঁপে উঠছে মুকেশ আম্বানির ব্যবসা। টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Authority Of India) প্রকাশিত ২০২৫ সালের মে মাসের রিপোর্ট অন্তত সেই কথাই বলছে। TRAI-এর রিপোর্টে বলা হয়েছে যে, মে মাসে দেশের টেলিকম বাজারে জিওর মার্কেট শেয়ার বেড়ে হয়েছে ৪০.৯২ শতাংশ। অন্যদিকে, জিও-র তুলনায় বিগত মাসে বিএসএনএল (BSNL) এবং ভোডাফোন-আইডিয়া (Vi)-র গ্রাহকসংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে।

TRAI জানিয়েছে, ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত দেশের মোট মোবাইল গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬.৮৪ কোটি, যা এপ্রিলে ছিল ১১৬.৬৪ কোটি। অর্থাৎ, এক মাসে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা বেড়েছে ২০ লাখের বেশি। একইসঙ্গে, ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রেও মে মাসে মোট গ্রাহক বেড়ে হয়েছে ৯৭.৪৮ কোটি, যেখানে এপ্রিল মাসে ছিল এই সংখ্যা ছিল ৯৪.৩০ কোটি। অর্থাৎ এক মাসেই ৩ কোটিরও বেশি নতুন ব্রডব্যান্ড ব্যবহারকারী যুক্ত হয়েছেন, যা ৩.৩৭ শতাংশ বৃদ্ধি।

আরও পড়ুন: মালিক এবার Jio একাই! SBI-এর থেকে সব শেয়ার কিনে নিল Reliance

এদিকে মে মাসে ২৭ লাখেরও বেশি নতুন মোবাইল গ্রাহক যুক্ত হয়েছেন জিও-র সঙ্গে। এপ্রিল মাসে জিওর মোট মোবাইল গ্রাহক ছিল ৪৭.২৪ কোটি, যা মে মাসে বেড়ে হয়েছে ৪৭.৫১ কোটি। এই বৃদ্ধির জেরে বাজারে তাদের শেয়ার এখন ৪০.৯২ শতাংশ, যা দেশের টেলিকম ইন্ডাস্ট্রির মধ্যে সর্বোচ্চ।

এদিকে এয়ারটেলও (Airtel) গ্রাহক সংখ্যা বৃদ্ধি হলেও তা খুব একটা বেশি নয়। মে মাসে নতুন করে প্রায় ২ লাখ গ্রাহক যুক্ত হয়েছেন এয়ারটেলের সঙ্গে। এপ্রিলে এয়ারটেলের গ্রাহক সংখ্যা ছিল ৩৮.৯৯ কোটি, মে মাসে তা বেড়ে হয়েছে ৩৯.০২ কোটি। বর্তমানে বাজারে এয়ারটেলের অংশীদারিত্ব ৩৩.৬১ শতাংশ।

তবে গ্রাহক সংখ্যা বৃদ্ধির নিরিখে বিএসএনএল এবং ভোডাফোন-আইডিয়া-র অবস্থা শোচনীয়। মে মাসে বিএসএনএলের গ্রাহকসংখ্যা ১.৩৫ লাখ কমে হয়েছে ৯.০৭ কোটি। ভোডাফোন-আইডিয়ার গ্রাহক সংখ্যা মে মাসে ২.৭৪ লাখ কমে দাঁড়িয়েছে ২০.৪৪ কোটিতে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News