কালনা: স্কুলের শিক্ষকের (School Teacher) চাকরি (Job) দেওয়ার নামে ৯ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ঘোষের (Swapan Ghosh) বিরুদ্ধে। শুধু তাই নয়, টাকা না ফেরত দেওয়ায় অভিযোগকারী নাদন ঘাট থানা ও মন্তেশ্বর থানা অভিযোগ দায়ের করতে গেলে, থানা সেই অভিযোগ নিতে অস্বীকার করে বলে জানান মনোরঞ্জন পাল (Manaranjan Paul)।মঙ্গলবার তিনি অভিযোগ দায়ের করেন কালনা মহকুমা আদালতে।
জানা গিয়েছে, মনোরঞ্জন পালের বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত গনগনিয়া গ্রামে।
আরও পড়ুন: Lalbazar | Hanuman Jayanti | হনুমান জয়ন্তীতে কড়া পদক্ষেপ লালবাজারের, জারি একগুচ্ছ নির্দেশিকা
মনোরঞ্জল পাল জানান, তাঁর ছেলে শ্যামাদিত্য পাল ২০১৪ সালে আপার প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাঁর অভিযোগ, স্বপন ঘোষ চাকরি পাকা করতে ২০২০ সালের শেষের দিকে কয়েক দফায় তাঁকে থেকে ৯ লক্ষ টাকা নেন। কিন্তু তারপরও চাকরী না হওয়ায়, শেষে তিনি বাধ্য হয়ে টাকা ফেরত চান স্বপন ঘোষের থেকে।
২০২২ সালের শেষের দিকে স্বপন ঘোষ তাকে এক লক্ষ টাকার চেক লিখে দেন। কিন্তু চেকটি বাউন্স করে। তাঁকে (স্বপন ঘোষ)বিষয়টি জানালে তিনি ক্ষুব্ধ হন। তিনি বলেন, টাকা দেব না, আপনি যা পারেন করে নিন। তারপরেই মনোরঞ্জন মন্তেশ্বর ও নাদনঘাট থানায় অভিযোগ জানাতে যায়। কিন্তু তাঁর অভিযোগ, থানায় গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। কোনও অভিযোগ দায়ের করতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার কালনা আদালতের দ্বারস্থ হন মনোরঞ্জন পাল।
এদিকে শিক্ষক স্বপন ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও, তিনি ফোন ধরেননি। স্কুলেও তার দেখা পাওয়া যায়নি। তাঁর পরিবারের দাবি তিনি কোথায় থাকে তা তারা জানেন না।