কলকাতা: বাড়তি নিরাপত্তায় বুথের বাইরে ও ভিতরে বসানো হয়েছে সিসিটিভি। রবিবার সকালে ৩৬ নম্বর ওয়ার্ডের বেলেঘাটা অঞ্চলে একটি বুথের ক্লোজ সার্কিট ক্যামেরা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হল। চারটি সিসিক্যামেরা অকেজো করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।অস্বীকার তৃণমূলের।
ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নন্দন ঘোষ অভিযোগ তুলেছেন, তৃণমূল কর্মী সমর্থকেরা চারটি ক্যামেরা কাগজ দিয়ে ঢেকে দেয়। একই অভিযোগ সিপিএমেরও। যদিও ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিযোগ শচীন কুমার সিংহ এই অভিযোগ অস্বীকার করে। সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারও অভিযোগ খারিজ করে দাবি করেন, বুথের সব ক্যামেরা সকাল থেকেই সচল রয়েছে।
তৃণমূল প্রার্থী এবং প্রিসাইডিং অফিসার অভিযোগ অস্বীকার করলেও প্রকাশ্যে আসা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বুথের ভিতরেই একদল লোক কাগজ দিয়ে ক্যামেরা ঢেকে দিচ্ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা কলকাতা টিভি ডিজিটাল যাচাই করেনি। প্রশ্ন উঠেছে, এই লোকজন তাহলে কোন দলের।