কলকাতা: একে তো রবিবার৷ তার উপর কলকাতায় চলছে পুরভোট (KMC Election 2021)৷ এমন দিনে এক প্যাকেট বিরিয়ানি পাওয়া গেলে মন্দ কী? ভোটের দিন সকালে এই বিরিয়ানি রান্নাকে (Biriyani for BJP workers) কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কলকাতার ২৬ নম্বর ওয়ার্ডে (Kolkata Ward No 26)৷ এলাকার একটি হাসপাতালের ছাদে সকাল থেকে চলে বিরিয়ানি রান্না৷ রান্নার গন্ধে ম ম করতে থাকে হাসপাতাল চত্বর৷ এলাকার তৃণমূল নেতাদের অভিযোগ, হাসপাতালের ছাদ ব্যবহার করে বিজেপি কর্মীদের জন্য বিরিয়ানি রান্নার ব্যবস্থা করা হয়েছে৷ তাঁরা গোটা ঘটনায় কমিশনের হস্তক্ষেপ দাবি করেন৷ যদিও আয়োজকদের কারও কারও দাবি, হাসপাতালের রোগীদের খাওয়াতে আট হাঁড়ি বিরিয়ানি রান্না হয়েছে৷
২৬ নম্বর ওয়ার্ডের জে এন রায় হাসপাতাল৷ সেই হাসপাতালের ছাদ দখল করেই চলে বিরিয়ানি রান্না৷ এমনটাই অভিযোগ স্থানীয়দের৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল নেতারা৷ গিয়ে দেখেন, টিনের শেল্টার দিয়ে ঘেরা হাসপাতালের ছাদে সকাল থেকে চলছে বিরিয়ানি রান্না৷ ১০টার মধ্যে কয়েক হাঁড়ি বিরিয়ানি পরিবেশনের জন্য একদম রেডি৷ তখনও কয়েকটি উঁনুনে হাঁড়ি চড়ানো৷ চলছে বিরিয়ানি রান্না৷ আবার চাল ধুয়ে, মাংসে মশলা মাখিয়ে আলাদা করেও রেখে দেওয়া আছে৷ এ সব দেখে তৃণমূল নেতাদের প্রশ্ন, ভোটের দিন হাসপাতালের ছাদ ব্যবহার করে বিরিয়ানি রান্না কেন? আয়োজনদের কারও কারও দাবি, হাসপাতালের রোগীদের খাওয়াতে বিরিয়ানি তৈরি হচ্ছে৷ যদিও এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এক মহিলার কথায়, পার্টির কাছ থেকে অর্ডার এসেছে৷ তাই বিরিয়ানি তৈরি হচ্ছে৷ কোন পার্টি সেটা তিনি বলতে চাননি৷
আয়োজকদের দাবি এলাকার তৃণমূল নেতাদের ঢোপে টেকেনি৷ তাঁদের কথায়, রোগীরা এখানে ডায়ালিসিস করাতে আসেন৷ তাঁদের বিরিয়ানি খাওয়ানো হবে এ কথা শুনলে পাগলেও হাসবে৷ তৃণমূলের অভিযোগ, ভোটের দিন সকালে হাসপাতালের ছাদ দখল করে বিজেপির কর্মীরা বিরিয়ানি রান্না করছে৷ ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ ও তাঁর ছেলেদের জন্য এখানে বিরিয়ানি রান্না হচ্ছে৷ তৃণমূল গোটা ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে৷ সূত্রের খবর, কমিশনের কাছেও অভিযোগ জানাবে তৃণমূল৷
আরও পড়ুন: KMC Election 2021 Live| নজরে পুরভোট: ৪৫ নম্বর ওয়ার্ডের জৈন বিদ্যালয়ে মারামারি