Friday, October 31, 2025
Homeবিজাপুরে এনকাউন্টারে খতম মাওবাদী কমান্ডার সুধাকর

বিজাপুরে এনকাউন্টারে খতম মাওবাদী কমান্ডার সুধাকর

ওয়েব ডেস্ক: বিজাপুরে ফের নকশাল দমনে বড়সড় সাফল্য। সূত্রের খবর, এনকাউন্টারে (encounter) খতম কেন্দ্রীয় কমিটির সদস্য নারসিংহচালাম ওরফে সুধাকর (Sudhakar)। সুধাকরের (Sudhakar) মাথার দাম ৫০ লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল পুলিশ। অবশেষে, এনকাউন্টারে (encounter) খতম সুধাকর (Sudhakar)। পাশাপাশি উদ্ধার করা হয়েছে, প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক।

বৃহস্পতিবার সকালে বিজাপুরে অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের (Special task force)  আধিকারিকরা। জঙ্গল ঘেরা অঞ্চলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। বিজাপুরের ন্যাশন্যাল পার্ক এলাকায় লাগাতার এনকাউন্টার চলছিল । স্থানীয় সূত্রে খবর, বড়সড় সাফল্য বাহিনীর। মাওবাদী জেনারেল কমিটির সদস্য সুধাকরকে এনকাউন্টারে খতম করা হয়।

আরও পড়ুন: পরিবেশ দিবসে কেন ‘সিঁদুর’ গাছই রোপণ করলেন প্রধানমন্ত্রী মোদি?

ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ জন মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। এবার আরও এক অভিযানে খতম করা হল মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরকে। অবশ্যই বাহিনীর কাছে এটা বড় সাফল্য।

দেখুন অন্য খবর

Read More

Latest News