কলকাতা: হরিদেবপুরে যুবক অয়ন মণ্ডলকে দুর্গাপুজোর বিসর্জনের রাতে বাড়িতে ডেকে খুন করার অভিযোগ ওঠে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এবার সেই হরিদেবপুরে কালীপুজোর সময় নাবালিকাকে বাড়িতে ডেকে মাদক খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। অভিযুক্তর মা খাবারে মাদক মিশিয়ে দিতেন বলে অভিযোগ। নাবালিকাকে (Minor) মাদক মেশানো খাবার (Stupefying Food) খাইয়ে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগে শুক্রবার এক যুবককে গ্রেফতার করল হরিদেবপুর থানার (Haridevpur PS) পুলিশ। ধৃতের নাম কুণাল কোঠারি (Kunal Kothari) (১৮)। পরবর্তীতে ধৃতের মা অণুশ্রী কোঠারিকেও (Anushrer Kothari) (৪০) গ্রেফতার (Arrest) করা হয়েছে।
অভিযোগ, গত কালীপুজোর (Kalipuja) সময় ওই নাবালিকাকে তিন দিন বাড়িতে আটকে রাখা হয়। ষড়যন্ত্র (Conspirecy) করে নাবালিকাকে বাড়িতে ডাকা হয়েছিল। অণুশ্রীদেবী ওই নাবালিকাকে মাদক মেশানো খাবার খাওয়ায় বলে অভিযোগ। তার ছেলে অচৈতন্য নাবালিকাকে ধর্ষণ করে। ঘটনায় হরিদেবপুর থানা শুক্রবার ষড়যন্ত্র, ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা করে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনেও মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: Kaushik Aparajita Kathamrita Awards: কৌশিক-অপরাজিতার ‘কথামৃত’ পেল চারটি পুরস্কার
অভিযোগ, তিন দিন অচৈতন্য ছিল ওই নাবালিকা। তারপর জ্ঞান ফিরলে সে বুঝতে পারে তাকে ধর্ষণ করা হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানায় ধর্ষণের শিকার সে। যদিও ধৃতের মা ঘনিষ্ঠ মহলে দাবি করেছে, তার ছেলে প্রস্তাব না মেনে নেওয়ায় তাদের ফাঁসানো হয়েছে।
উল্লেখ্য, ওই নাবালিকা ও অভিযুক্তের মা (Mother) একটি বেসরকারি প্রতিষ্ঠানে (Private Institute) বিউটিশিয়ানের কোর্সের (Beautician Course) প্রশিক্ষণ নিত। কালীপুজোর সময় ধৃত অণুশ্রী মেয়েটিকে বাড়িতে নিমন্ত্রণ (Invite) করেছিল। লোকলজ্জার ভয়ে পুলিশে অভিযোগ জানাতে পারেনি এতদিন নাবালিকাটির পরিবার। এমনটাই তারা পুলিশকে জানিয়েছে। পুলিশ (Police) সূত্রে (Source) জানা গিয়েছে, ঘটনায় তদন্ত (Investigation) চলছে। ধৃতের মায়ের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।