কলকাতা: আইএসএফ (ISF) বিধায়ক (MLA) নওশাদ সিদ্দিকির (Naushad Siddique) আর্থিক সম্পত্তি নিয়ে এবার প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Urban Development & Municipal Affairs minister Firhad Hakim) বলেন, নওশাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত বিপুল টাকা কী করে এল, তা আমরা জানতে চাই। তাঁর অভিযোগ, আইএসএফ আসলে বিজেপির হয়ে ভোট কাটুয়ার কাজ করে।
তাঁর প্রশ্ন, ২০২১ সালের বিধানসভা ভোটের (2021 West Bengal Assembly Elections) আগে আইএসএফ কোটি কোটি টাকা পেয়েছে। ফিরহাদের অভিযোগ, আইএসএফের সঙ্গে বিজেপির যোগাযোগ ক্রমশই স্পষ্ট হচ্ছে। বিজেপির সঙ্গে তাদের গোপন বোঝাপড়া রয়েছে। তিনি বলেন, বিজেপি নেতাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে নওশাদের কী কী কথা হয়েছিল, আমরা জানতে চাই।
আরও পড়ুন: Kuntal Ghosh: এবার ইডির নজর কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ৬.৫ কোটি টাকার উপর
ফিরহাদ বলেন, নওশাদ সংখ্যালঘুদের অধিকার (minority rights) নিয়ে আন্দোলনের সৈনিক বলে নিজেকে দাবি করেন। আবার তিনি বিজেপির কাছ থেকে পরামর্শ নেন। এখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of the opposition Suvendu Adhikari) নওশাদকে সার্টিফিকেট দিচ্ছেন। আবার বিরোধী দলনেতা দাবি করেন, তিনি ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট নিয়ে ভাবিত নন।
তিনি বলেন, আমরা বরাবর রাম-বাম জোটের কথা বলে আসছি। নওশাদ প্রকাশ্যে সংখ্যালঘুদের কথা বলেন। আর তলে তলে বিজেপি নেতাদের সঙ্গে মেসেজ চালাচালি করেন। বিজেপির থেকে টাকা নেন। তার জন্যই বিরোধী নেতা আজ নওশাদের সমর্থনে কথা বলছেন। আমরা বরাবর ধর্মনিরপেক্ষতার পক্ষে। আমরা হিন্দু-মুসলিম নিয়ে ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস করি না।
আরও পড়ুন: Fourth Pillar: আদানি কা চৌকিদার কোন হ্যায়?
এদিকে শুভেন্দু এদিন ফের বলেন, আইএসএফের রাজনীতি, আদর্শের সঙ্গে বিজেপির রাজনীতির ফারাক আছে। কিন্তু তাই বলে বিধায়ক নওশাদকে যেভাবে টেনে হিঁচড়ে পুলিশ গ্রেফতার করেছে, তার তীব্র নিন্দা করি। তিনি সংখ্যালঘুদের প্রতি বিরোধী নেতার পরামর্শ, আপনারা নওশাদের মুক্তির দাবিতে রাস্তায় নামুন। তৃণমূল আপনাদের ভোটের সময় ব্যবহার করে। তারপর ছুড়ে ফেলে দেয়। তৃণমূলকে বিশ্বাস করবেন না।
নওশাদের মুক্তির দাবিতে শুক্রবারও বিভিন্ন জেলায় আইএসএফ সমর্থকরা রাস্তা অবরোধ করেন। আইএসএফ এই ইস্যুতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে।