skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশLok Sabha Vote 2024 | মোদিকে হটাতে ৫০০ আসনে 'একের বিরুদ্ধে এক'...

Lok Sabha Vote 2024 | মোদিকে হটাতে ৫০০ আসনে ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থীর প্রস্তাব, সম্ভাবনা কত দূর

Follow Us :

নয়াদিল্লি: একের বিরুদ্ধে এক প্রার্থী। ‘নীতীশ ফর্মুলা’য় (Nitish Formula) ২০২৪-এর লোকসভা ভোটে (Parliament Election 2024) লড়ার পরিকল্পনা বিরোধীদের (Opposition)। নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) হারাতে বিরোধী দলগুলি ৫০০ আসনে বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে একজনকে দাঁড় করাতে পারে। আপাতত নীতীশ কুমারের (Nitish Kumar) প্রস্তাবিত এই ছকেই এগতে চলেছে অ-বিজেপি দলগুলি।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরোধী দলগুলিকে একজোট করার কাজে নেমেছেন বেশ কয়েকদিন ধরেই। কংগ্রেসকে (Congress) নিয়ে ছুঁৎমার্গ থাকা দলগুলির সঙ্গেও আলোচনা চালিয়েছেন তিনি। সকলকেই তিনি বোঝাতে সমর্থ হয়েছেন যে, বিজেপিকে হারাতে হলে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় তা সম্ভব নয়। বিজেপি বিরোধী ভোটকে এক বাক্সে আনতে হবে। তাই একের বিরুদ্ধে এক প্রার্থী না দিলে এই প্রয়াস ব্যর্থ হয়ে যাবে। তাই লোকসভা ভোটে ৫০০ আসনে বিরোধীরা যাতে একজন প্রার্থী দিতে পারে, এই ফর্মুলাতেই লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Pre Poll Survey | Karnataka | নজরে কর্ণাটক বিধানসভা নির্বাচন, কী জানাচ্ছে সমীক্ষা ?

সম্প্রতি নীতীশ কুমার কংগ্রেস সহ অ-বিজেপি এবং অ-কংগ্রেসি নেতানেত্রীদের কাছে এই ফর্মুলাই দিয়েছেন। বিহারের জেডিইউয়ের শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, দফায় দফায় কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে আলোচনায় এই কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। প্রস্তাবিত মহাজোটের গঠন এবং তার নেতৃত্বে কারা কারা থাকবেন, তা নিয়েও কথা হয়েছে। নতুন মহাজোটে এক আহ্বায়ক থাকবেন। একজন চেয়ারপার্সন হবেন। আহ্বায়ককেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরবে জোট। চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে, তবে আশা করা হচ্ছে জুন মাসে মহাজোটের কথা ঘোষণা করা হবে।

বিহারের মহাগাঁটবন্ধনের শীর্ষ এক নেতা জানান, চেয়ারপার্সন আসলে জোটে প্রতীকী প্রধান হবেন। তবে তাঁরও কিছু সিদ্ধান্তগত ক্ষমতা থাকবে। তিনি আরও বলেন, একের বিরুদ্ধে এক প্রার্থীর নীতি নতুন কিছু নয়। ২০০৪ সালে ইউপিএ গঠনের সময়ও এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। এমনকী কংগ্রেসকে হটাতে ১৯৭৭ সালে জনতা পার্টির সরকার গঠনের সময়ও এই ফর্মুলাই নেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। তিনি জানান, মে মাসের মাঝামাঝি আঞ্চলিক দলগুলির শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে সমস্ত বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা হবে। তা সফল হলে জুনেই জোটের কথা জানিয়ে দেওয়া হবে।

নীতীশ কুমার বেশ কয়েকদিন ধরে জোট গঠনের আসরে নেমে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী ছাড়াও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গেও কথা বলেন নীতীশ এবং তেজস্বী।

কিন্তু, লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে, একের বিরুদ্ধে এক প্রার্থী নিয়ে সকলকে রাজি করানো এবং কোন কেন্দ্রে কোন দল প্রার্থী দেবে তা নিয়ে ঐকমত্যে পৌঁছানো। তার থেকেও জোটের আহ্বায়ক বা মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়েও একমত হওয়া বেশ দুরূহ ব্যাপার। পশ্চিমবঙ্গ, কেরল, তেলঙ্গনা এবং তামিলনাড়ুর মতো রাজ্যে যেখানে প্রস্তাবিত জোটের দলগুলিই পরস্পরের মধ্যে বিবদমান, সেখানে এক প্রার্থীর সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হওয়াও কুকুরের লেজ সোজা করার মতো কঠিন কাজ।

RELATED ARTICLES

Most Popular