skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশCongress slams BJP: রাজীব গান্ধী ফাউন্ডেশন নিয়ে অমিত-কটাক্ষের পালটা 'ধ্রুব'সত্য ফাঁস করল...

Congress slams BJP: রাজীব গান্ধী ফাউন্ডেশন নিয়ে অমিত-কটাক্ষের পালটা ‘ধ্রুব’সত্য ফাঁস করল কংগ্রেস

Follow Us :

জয়পুর: রাজীব গান্ধী ফাউন্ডেশন (RGF) চীনের (China) কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছিল বলে সংসদের বাইরে কংগ্রেসকে (Congress) শূলে চাপিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার তারই পালটা হিসেবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) ছেলে ধ্রুব জয়শঙ্করের বিরুদ্ধে প্রায় একই অভিযোগ শানাল কংগ্রেস।

প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরার (Pawan Khera) অভিযোগ, বিদেশমন্ত্রীর ছেলের সংগঠনও চীনের কাছ থেকে চাঁদা তুলেছে। ভারত-চীন সীমান্ত সংঘর্ষের ইস্যুতে সংসদে বিতর্ক দাবি করায় বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে রাজীব গান্ধী ফাউন্ডেশনের চীনা সাহায্য গ্রহণ নিয়ে কটাক্ষ করেছিল। এবার একই ধরনের অভিযোগ তুলে দাঁড়িপাল্লা সমান করার চেষ্টা কংগ্রেসের।

আরও পড়ুন: Naoda Incident: আদালতে জবানবন্দি দিতে চান নদিয়ার নিহত তৃণমূল নেতার স্ত্রী

গতবছর বিজেপি সরকার রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টের বিরুদ্ধে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ (FCRA) আইন ভঙ্গের জন্য লাইসেন্স বাতিল করে দেয়। কেন্দ্রের অভিযোগ, এই সংস্থা ২০০৫ এবং ২০০৭ সালে চীনা দূতাবাসের কাছ থেকে অবৈধভাবে এক কোটি ৩৫ লক্ষ টাকা তহবিল সংগ্রহে নিয়েছিল।

কংগ্রেস নেতা পবন খেরার অভিযোগ, যে কোনও গবেষণা সংস্থা বা স্বেচ্ছাসেবী সংগঠন বিদেশিদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে। বিজেপিকে এ বিষয়ে প্রতি আক্রমণ করে খেরার দাবি, জয়শঙ্করের ছেলেও চীনা দূতাবাসের কাছ থেকে তিনবার তহবিল সংগ্রহ করেছেন। খেরা বলেন, এভাবে সবাই বিদেশি অর্থ সাহায্য নেয়। জয়শঙ্করের ছেলের সংগঠনও যে চীনের কাছ থেকে টাকা তুলেছেন, আমরা তো কখনও এই অভিযোগ এর আগে তুলিনি।

কংগ্রেসের অভিযোগ, ধ্রুব জয়শঙ্কর হলেন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন নামে একটি সংস্থার পদস্থ অফিসার। তাঁর সংস্থা কলকাতাস্থিত চীনা কনসুলেট থেকে এক কোটি ২৬ লক্ষ, ৫০ লক্ষ টাকা সাহায্য নিয়েছিলেন। এর মধ্যে মিথ্যার কী আছে? কিন্তু বিজেপিকে জবাব দিতে হবে চীন নিয়ে মোদি কেন ভয় পাচ্ছেন? চীন নিয়ে কেন মুখ খুলছেন না প্রধানমন্ত্রী। কেন মোদি চীনকে ছেড়ে কথা বলছেন আর আমাদের জওয়ানদের আত্মত্যাগকে উপেক্ষা করছেন।

RELATED ARTICLES

Most Popular