Tuesday, August 12, 2025
HomeকলকাতাKMC Election Result: উৎসবের মেজাজে ছাপ্পা ভোট হয়েছে: বিজেপি

KMC Election Result: উৎসবের মেজাজে ছাপ্পা ভোট হয়েছে: বিজেপি

Follow Us :

কলকাতা: উৎসবের মেজাজে ছাপ্পা ভোট হয়েছে৷ কলকাতা পুরভোটে (KMC Election Result) তৃণমূলের বিপুল জয়কে এই ভাবেই ব্যাখ্যা করল বিজেপি (BJP)৷ মঙ্গলবার ফলপ্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumdar) এবং মুখপাত্র শমীক ভট্টাচার্য৷ সেখানে শমীক ভট্টাচার্য বলেন, যে ফল সামনে এসেছে তা বিস্ময়কর৷ যারা বলছেন অবাধ নির্বাচন হয়েছে তা নয়৷ উৎসবের মেজাজে ছাপ্পা ভোট হয়েছে৷ এই নির্বাচন মানুষের রায়ের প্রকৃত প্রতিফলন নয়৷ অপরদিকে পুরভোটে সিপিএমের দ্বিতীয় স্থানে উঠে আসাকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, যে সব বুথে ছাপ্পা হয়েছে সেখানে কিছু ভোট সিপিএমকে পাইয়ে দেওয়া হয়েছে৷ রাজ্যে কে বিরোধী দল এটা নিয়ে মানুষের মনে ধন্দ তৈরি করতে তৃণমূল এমনটা করেছে৷ কিন্তু রাজ্যে বিজেপিই প্রধান বিরোধী দল৷

কলকাতা পুরভোটে মাত্র তিনটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে৷ ২২, ২৩ এবং ৫০ নম্বর ওয়ার্ড৷ পঞ্চাশ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সজল ঘোষ জিতেছেন এক হাজারের সামান্য বেশি ভোটে৷ ২২ এবং ২৩ জোড়াসাঁকো এলাকার পাশাপাশি দুই ওয়ার্ডে জিতেছেন বিজেপির মীনাদেবী পুরোহিত এবং বিজয় ওঝা৷ এর বাইরে কলকাতা শহরের বহু ওয়ার্ডে বিজেপি দল হিসেবে তিন নম্বর স্থানে নেমে গিয়েছে। ৭০, ৮৬ এবং ৮৭ বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ যার প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি ভোকাট্টা৷ এ নিয়ে প্রশ্ন করায় সুকান্ত মজুমদার বলেন, ‘ক্ষমতায় থাকার সময় সিপিএমও এই ভাবে বলত৷ শাসকের সেই ট্র্যাডিশন মমতা নকল করছেন৷ রাজনৈতিক বোদ্ধারা বলেন মমতা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ সিপিএম৷ সেটাই তিনি প্রমাণ করছেন৷ বিধানসভা ভোটের সময় বামেরা নো ভোট ফর বিজেপি স্লোগান তুলেছিল৷ তার প্রতিদান হিসেবে তৃণমূল কিছু ভোট সিপিএমকে পাইয়ে দিয়েছে৷ যে সব বুথে ছাপ্পা হয়েছে সেখানে কিছু ভোট সিপিএমকেও দেওয়া হয়েছে৷ কে রাজ্যের বিরোধী দল এটা নিয়ে মানুষের মনে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছে তৃণমূল৷ কিন্তু রাজ্যে বিজেপিই প্রধান বিরোধী দল৷

অন্যদিকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য ‘অবাধ ও শান্তিপূর্ণ’ ভোট করার জন্য নির্বাচন কমিশন, রাজ্য পুলিশকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, এই ফল অপ্রত্যাশিত৷ নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেননি৷ ভোটের দিন কোথাও ভোটারদের লম্বা লাইন চোখে পড়েনি৷ তারপরেও লাফিয়ে লাফিয়ে শতাংশ বেড়ে চলেছে৷ মীনাদেবী পুরোহিত আক্রান্ত হলেন৷ তাঁর জামাকাপড় ছেড়া হল৷ ৮টি বুথ লুঠ হল৷ সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হল৷ ইভিএম মাটিতে গড়াগড়ি খেল৷ নির্বাচন কমিশনের এসব চোখে পড়েনি৷ যাঁরা বলছেন নির্বাচন অবাধ হয়েছে আসলে উৎসবের মেজাজে ছাপ্পা হয়েছে৷ এই নির্বাচনে মানুষের অংশগ্রহণ কম ছিল৷ এই ফল স্বাভাবিক নয়৷

আরও পড়ুন: KMC Election Result: ৭ থেকে নেমে ৩-এ, পুরভোটে অনেক জায়গায় বামেদের থেকেও খারাপ ফল বিজেপির

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
INDIA Alliance | বিরোধী সাংসদদের মিছিলের আগে কী ঘটেছিল? দেখুন এই ভিডিও
01:48:20
Video thumbnail
Akhilesh Yadav | ব্যারিকেডে বি/ক্ষো/ভ, রাজপথে ধর্না অখিলেশের
01:32:30
Video thumbnail
Mahua Moitra | Akhilesh Yadav | ব‍্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, তারপর কী হল দেখুন
01:34:51
Video thumbnail
SIR | Delhi | SIR নিয়ে দিল্লিতে প্রতিবাদে বিরোধী জোট, কী অবস্থা? দেখুন সরাসরি
01:46:55
Video thumbnail
Rahul | SIR নিয়ে দিল্লিতে প্রতি/বাদ, প্রিজন ভ্যানে তোলা হল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে
45:36
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:40:40
Video thumbnail
Bangla Bolche | Saikat Giri | 'কমিশন BJP-RSS-এর মতো আচরণ করছে'
02:48
Video thumbnail
Bangla Bolche | Arup Chakraborty | নির্বাচন কমিশন কি সংবিধান পরোয়া করছে?
02:06
Video thumbnail
Bangla Bolche | Jyoti Chatterjee | 'জা/লিয়াতি আটকাতেই কমিশনের পদক্ষেপ'
01:43
Video thumbnail
Politics | বিজেপি চাইছে বলতে কথা কার সঙ্গে? সেই মমতা
04:48