Wednesday, July 2, 2025
HomeখেলাRavindra Jadeja: ভারতীয় দলে ফেরার জন্য অনুশীলন শুরু রবীন্দ্র জাডেজার

Ravindra Jadeja: ভারতীয় দলে ফেরার জন্য অনুশীলন শুরু রবীন্দ্র জাডেজার

Follow Us :

দিল্লি: ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তি।শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।আর সেইজন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।সপ্তাহখানেক আগে থেকে ব্যাটিং এবং বোলিং অনুশীলন শুরু করে দিয়েছেন। আগামী ২৪শে জানুয়ারি থেকে তামিলনাড়ু বনাম সৌরাষ্ট্র ম্যাচ। সেই ম্যাচে খেলার কথা রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja)। রঞ্জি (Ranji) ম্যাচ খেললে নিজেও বুঝতে পারবেন এইমুহূর্তে কতটা ফিট রয়েছেন তিনি। জাডেজার পাখির চোখ অবশ্যই ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বর্ডার-গাভাসকার সিরিজ।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হবে। জাডেজাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের ১৭ জনের দলে রেখেছেন জাতীয় নির্বাচকরা। যদিও তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন কি খেলবেন না তা সম্পূর্ণ নির্ভর করবে ফিটনেসের উপর।গত সেপ্টেম্বরে এশিয়া কাপ চলার সময় ডান হাঁটুতে গুরুতর চোট পান জাডেজা। পরে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। তখন থেকেই মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।

উল্লেখ্য,  এখনও পর্যন্ত জাডেজা ৬০টি টেস্ট, ১৭১টি এক দিনের ম্যাচ এবং ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রায় সাড়ে পাঁচ হাজার রান রয়েছে। টেস্টে তিনটি শতরান এবং ১৭টি অর্ধশতরান রয়েছে। ৪৮২টি আন্তর্জাতিক উইকেট রয়েছে জাডেজার ঝুলিতে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39