আগামী ২১ ডিসেম্বর কোচিতে বিসিসিআই-এর ( BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। বেশ কিছু বিষয়ের নিরিখে এই বৈঠক হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটারদের চুক্তির বিষয়ে যেমন আলোচনা হবে, ঠিক একইরকমভাবে টি২০ ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব থাকবে কি না সে বিষয়ে আলোচনা হবে।
সূত্রের খবর, হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলের টি২০ অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। গত বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারত। জানা গিয়েছে যে ভারতের এই পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারেনি বিসিসিআই-এর অনেককেই। তাই এহেন সিদ্ধান্ত সম্ভবত নেওয়া হতে চলেছে।
আরও খবর: Qatar World Cup: রক্ষণে এগিয়ে ক্রোয়েশিয়া, আক্রমণে আর্জেন্টিনা, মাঝমাঠেই ম্যাচের চাবিকাঠি!
২০২৪ টি২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক হিসেবে দেখতে চাইছে বিসিসিআই এর উচ্চপদস্থ কর্তারা।
এছাড়া, আগামী ৩টি সিরিজের জন্য ভেন্যু নির্ধারণ করা হবে এই বৈঠকে। ২০২৩ সালে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া খেলতে আসছে ভারতের মাটিতে।
এবারে বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তি থেকেও সরে যেতে পারেন রাহানে। শুধু রাহানে নন, ইশান্ত শর্মাও রয়েছেন এই তালিকায়।পদোন্নতি হতে পারে সূর্যকুমার যাদব, শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়ারও।
সূত্রের খবর, ঋদ্ধিমান সাহাও সরে যেতে পারেন কেন্দ্রীয় চুক্তি থেকে।এইমুহূর্তে ভারতীয় টেস্ট দল থেকেও ব্রাত্য ঋদ্ধি।
সম্প্রতি দ্রুততম দ্বিশতরান করে রেকর্ড গড়েছেন ঈশান কিষাণ। সম্ভবত বিসিসিআই-এর চুক্তিতে অন্তর্ভুক্তি হতে চলেছে তাঁর।