কাতার: কাতার বিশ্বকাপ (Qatar World Cup) এসে পড়েছে শেষ পর্যায়ে। টিকে আছে আর মাত্র চারটে দল— আর্জেন্টিনা (Argentina), ক্রোয়েশিয়া (Croatia), ফ্রান্স (France) এবং এই বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ মরক্কো (Morocco)। মঙ্গলবার ভারতীয় সময় রাত ১২টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। মহারণের আগে খেলা করছে নানা সমীকরণ। তবে এই ম্যাচের আর এক নাম যে লিয়োনেল মেসি বনাম লুকা মদ্রিচ (Messi vs Modric), তাতে কোনও সন্দেহ নেই। আক্ষরিক অর্থেই আজ এলএম ১০ বনাম এলএম ১০।
দু’জনের খেলার মধ্যে বিস্তর ফারাক। একজন খাঁটি লাতিন আমেরিকান (Latin America) ঘরানার। বল পায়ে সম্মোহনী জাদুতে প্রতিপক্ষের প্লেয়ারদের পাশ কাটিয়ে এগিয়ে যান, তারপর প্রয়োজন মতো পাস কিংবা গোলে শট। মেসির পুরো খেলাটাই আক্রমণ নির্ভর। অন্যদিকে ইউরোপীয় (Europe) ঘরানার মদ্রিচের মেসির মতো ড্রিবলিং জাদু নেই। তাঁর সম্পদ পাসিং, পোজিশনিং এবং পাগলের মতো ছুটে বেড়ানোর ক্ষমতা। প্রয়োজনে রক্ষণে নেমে খেলা বানাতেও তাঁর জুড়ি নেই। ঘরানা আলাদা হলেও একটা ব্যাপারে দু’জনে এক জায়গায়। দেশকে জেতাতে তাঁরা দু’জনেই তুরুপের তাস।
আরও পড়ুন: Lionel Messi: বিশ্বকাপের পরেই কি অবসর নেবেন মেসি, তাঁর কোচ কী বলছেন?
ভুললে চলবে না, ফুটবল ১১ জনের খেলা। প্রচুর দায়িত্ব রয়েছে দুই দলের বাকি ১০ জনের। একটা বিষয় পরিষ্কার, আজ খেলার চাবিকাঠি লুকিয়ে রয়েছে মাঝমাঠে। কোয়ার্টার ফাইনালে মদ্রিচ, কোভাচিচ এবং ব্রোজোভিচ ত্রয়ী ব্রাজিলকে টেক্কা দিয়েছিল। আজ আর্জেন্টিনার হয়ে রদ্রিগো দে পল (Rodrigo De Paul), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্ডেজকে (Enzo Fernandez) বাড়তি দায়িত্ব নিতে হবে।
দুই দলের গোলকিপারই অসাধারণ ফর্মে আছেন। টাইব্রেকারে হিরো হয়েছেন একদিকে লিভাকোভিচ (Livakovic) অন্যদিকে মার্তিনেজ (Martinez)। রক্ষণে এগিয়ে ক্রোয়েশিয়া আবার আক্রমণভাগে আর্জেন্টিনার ধার বেশি। সবমিলিয়ে এক জমজমাট সেমিফাইনাল হতে চলেছে বলেই মনে হচ্ছে।