ভুবনেশ্বর: বুধবার দুপুরে ফের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল ওড়িশার (Odisha) মানুষ। জাজপুর রেলওয়ে স্টেশনে (Jajpur Road Railway Station) ট্রেন দুর্ঘটনায় (run over) মৃত্যু হল (killed) চার জনের। গুরুতর আহত আরও চার জন। ঘটনা প্রকাশ্যে আসতেই শোকের পরিবেশ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, মালবাহী গাড়ির তলায় চাপা পড়েই মৃত্যু হয়েছে চারজনের। অন্যদিকে, অসমের বোকো এলাকায় উলটে গেল একটি মালবাহী ট্রেন। ছিটকে পড়ে ২০টি বগি।
আরও পড়ুন:Train Cancelled | করমণ্ডল দুর্ঘটনার জের, বাতিল একাধিক দূরপাল্লা ট্রেন
জানা গিয়েছে, বৃষ্টি থেকে বাঁচতে একটি মালগাড়ির তলায় আশ্রয় নিয়েছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় অবশ্য স্টেশন এলাকায় দাঁড়িয়েছিল মালগাড়িটি। প্রবল ঝড় শুরু হতেই বিপত্তি। হাওয়ার ধাক্কায় ক্রমশ এগোতে থাকে ট্রেন। মালগাড়ির তলা থেকে কোনওমতে বেরিয়ে আসেন কয়েকজন। কিন্তু বেরতে না পারায় চাকায় পিষে মৃত্যু হয় চার শ্রমিকের।
অন্যদিকে, বুধবারই অসমে উলটে যায় একটি মালগাড়ি। বোকো স্টেশনের কাছে উলটে যায় আসানসোল থেকে আসা ট্রেনটি। ২০টি বগি উলটে গেলেও এখনও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এদিন হাওড়া ছাড়ার পর পেন্ট্রোগ্রাফ ভেঙে যায় ধানবাদগামী কোলফিল্ড এক্সপ্রেসের। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাওড়া কারশেডের কাছে আপ কর্ড লাইনে এই বিপত্তি।
পাঁচ দিনের মাথায় ফের কলকাতার শালিমার থেকে নির্দিষ্ট সময় চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস। এই দুর্ঘটনার ফলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস মাঝপথে আটকে থাকল দীর্ঘক্ষণ। গত শুক্রবার চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয় উড়িষ্যার বাহনাগা স্টেশনে। এরপর আজ পাঁচ দিনের মাথায় ফের কলকাতার শালিমার থেকে নির্দিষ্ট সময় চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস।