Tuesday, August 5, 2025
HomeদেশShiv Sena leader: অমৃতসরে ব্যস্ত রাস্তায় গুলিতে খুন শিবসেনা নেতা

Shiv Sena leader: অমৃতসরে ব্যস্ত রাস্তায় গুলিতে খুন শিবসেনা নেতা

Follow Us :

শুক্রবার দিনের আলোয় পঞ্জাবে গুলি করে হত্যা করা হল শিবসেনার এক নেতাকে। মৃতের নাম সুধীর সুরি। ঘটনাটি ঘটেছে অমৃতসরে স্থানীয় একটি মন্দিরের সংলগ্ন এলাকায়। এটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা।

সূত্রের খবর, স্থানীয় একটি মন্দিরের বাইরে সুধীর সুরি এবং তাঁর সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। মন্দিরের বাইরে একটি আবর্জনাস্তূপ থেকে ভাঙা বিগ্রহ পাওয়া যায়। তা নিয়েই চলছিল বিক্ষোভ। যদিও অন্য একটি সূত্রের খবর, মন্দির পরিচালন কমিটির সঙ্গে মতভেদের জেরে সুধীরের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন শিবসেনার সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি একটি গাড়িতে চেপে এসে সুধীরকে লক্ষ্য করে গুলি চালায়। অন্তত ৬ রাউন্ড গুলি চলে। গুরুতর জখম সুধীরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

তবে আততায়ীরা সংখ্যায় দু’জন নাকি একজন তা নিয়েও মতভেদ রয়েছে। অমৃতসরের পুলিশ কমিশনার জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রও। তবে ধৃতের নাম-পরিচয় এখনও জানায়নি পুলিশ।

আরও পড়ুন: Haldia: হলদিয়ায় ঠিকাদারি চলবে না, হুঙ্কার তৃণমূল নেতাদের

বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী হিসেবে ভগবন্ত মান শপথগ্রহণ করার পর থেকে আপশাসিত পঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, একাধিক গ্যাংস্টারের হিটলিস্টে নাম ছিল সুধীরের। এজন্য রাজ্য সরকার তাঁর নিরাপত্তার ব্যবস্থা করে। পঞ্জাব পুলিশের আটজন কনস্টেবলকে সুধীরের দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39