বারুইপুরের সংঘর্ষের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন স্থানীয় বিধায়ক (MLA) তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার পেছনে টাকা পয়সা সংক্রান্ত বিবাদের তত্ত্বকেই খাড়া করলেন তিনি। অধ্যক্ষের (Speaker) বক্তব্য, টাকা পয়সা সংক্রান্ত পুরানো বিবাদের জেরেই ওই ধরনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার এসপি এবং সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তাঁর কথায়, ঘটনার তদন্ত চলছে। পুলিশকে (WB Police) বলা হয়েছে দ্রুত ব্যবস্থা নিতে। ইতিমধ্যেই কয়েকজন ধরাও পড়েছে। আর আইন আইনের পথে চলবে। অর্থাৎ ওই ঘটনায় কোনওরকম রাজনৈতিক হটস্তক্ষেপের চেষ্টা যে তিনি বরদাস্ত করবেন না তাও স্পষ্ট করে দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত (Panchayet) ভোটের আগে বারুইপুরে নবগ্রাম এলাকার ওই ঘটনায় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। পুলিশ সূত্রে খবর, মেলা থেকে ফেরার পথে মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ যুবকের। মৃতদের নাম সাজ্জাত মণ্ডল ও শারফুদ্দিন লস্কর। নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোড়দা এলাকার বাসিন্দা সাজ্জাত। এদিকে একই পঞ্চায়েতের হিমচি এলাকার বাসিন্দা শারফুদ্দিন।
মঙ্গলবার সন্ধেয় একসঙ্গে মেলায় গিয়েছিলেন তাঁরা। রাত দুটো নাগাদ পরিবারের সদস্যরা খবর পান, সাজ্জাত ও শারফুদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। দ্রুত তাঁদের উদ্ধার করে বারুইপুর হাসপাতালে (Baruipur Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎকরা সাজ্জাতকে মৃত বলে ঘোষণা করে। শারফুদ্দিনকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে।
বিমান বন্দ্যোপাধ্যায় এব্যাপারে বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কয়েকটি ঘটনা ঘটছে। প্রশাসন (Administration) যথেষ্ট সজাগ রয়েছে, অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটা সময় ছিল যখন খবরের কাগজ খুললেই জঙ্গলমহলে মাওবাদীদের হাতে খুনের ঘটনার ছবি ও খবর দেখতে পাওয়া যেত। এখন সেই ছবিটা বদলে গিয়েছে। তাই বিক্ষিপ্ত ঘটনা যেখানেই ঘটুক পুলিশ প্রশাসন কড়া হাতে তা দমন করবে।