শুক্রবার ধর্মতলায় গান্ধীমূর্তির নীচে এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান ৬০০ দিনে পা রাখল। সমাধান সূত্র এখনও অধরা। এই পরিস্থিতিতে এসএসসি চাকরিপ্রার্থীরা আগামিদিনেও আন্দোলন চালিয়ে যাবেন বলে সিদ্ধান্তে অটল। এদিন ওই চাকরিপ্রার্থীরা সর্বসম্মতভাবে বঙ্গীয় ন্যায্য অধিকার মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করলেন নিয়োগের দাবিকে আরও জোরদার করতে।
এদিন বাম, এসইউসি, কংগ্রেস, বিজেপির মতো রাজ্যের প্রায় সবকটি বিরোধী দলের নেতারাই এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছেন। নতুন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে এই আন্দোলনের পরিণতি শেষপর্যন্ত কী হবে, তা এখনই বলা যাচ্ছে না।
এদিন বামেরা ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে মিছিল করে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত গিয়েছেন। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়া বামেদের মিছিলে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। এদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, শিক্ষামন্ত্রী চাকরিপ্রার্থীদের নিয়ে নাটক লিখে ওই নাটক মঞ্চস্থ করুন।
আরও পড়ুন: TET Recruitment: প্রায় ৭ লক্ষ আবেদনপত্র জমা পড়ল টেটে, পরীক্ষা ১১ ডিসেম্বর
বামেদের পাশাপাশি এদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন কংগ্রেস, এসইউসি এবং বিজেপি নেতারাও। এদিন বিজেপি নেতা ইন্দ্রনীল খান, এসইউসি নেতা তরুণ নস্কর এবং কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও কৌস্তভ বাগচী ধরনা মঞ্চে গিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন।
বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে অভিযোগ তোলা হয়েছে, ২০১৯ সালে চাকরিপ্রার্থীরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখানোর সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ হবে বলে আশ্বাস দিয়েছিলেন।
বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা এর আগেও গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসা এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।