Sunday, August 17, 2025
HomeদেশTamil Nadu BJP: বিজেপিতে মহিলারা নিরাপদ নন, দল ছাড়লেন সাসপেন্ডেড তামিল অভিনেত্রী

Tamil Nadu BJP: বিজেপিতে মহিলারা নিরাপদ নন, দল ছাড়লেন সাসপেন্ডেড তামিল অভিনেত্রী

Follow Us :

চেন্নাই: তামিলনাড়ু বিজেপিতে (TNBJP) ‘মহিলারা নিরাপদ নন’ এই অভিযোগ তুলে দল ছাড়লেন অভিনেত্রী গায়ত্রী রঘুরাম (Actor Gayathri Raghuram)। তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাইয়ের (K Annamalai) দিকে সরাসরি তির বিঁধে মঙ্গলবার দলত্যাগ করেন তিনি। উল্লেখ্য, ৪০ দিন আগেই তাঁকে দল সাসপেন্ড করে। ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন এই অভিনেত্রী। তাঁর মূল অভিযোগ আন্নামালাইয়ের দিকে। তিনি বলেছেন, আন্নামালাইয়ের নেতৃত্বে তামিল রাজনীতিতে মহিলারা নিরাপদ নন। তাঁর সমর্থকরা লাগাতারভাবে অভিনেত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোলিং চালিয়ে যাচ্ছেন। এর বিরুদ্ধে তিনি আইনের দ্বারস্থ হতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

আন্নামালাইয়ের সঙ্গে তাঁর বিবাদের সূত্রপাত ডিএমকে সাংসদ তিরুচি শিবাকে দলে নেওয়াকে কেন্দ্র করে। শিবা কিছুদিন আগেই এক মহিলা নেত্রীকে ফোনে হেনস্তা করেছিলেন বলে অভিযোগ। এহেন নেতাকে বিজেপিতে যোগ দেওয়ানোর কঠোর সমালোচনা করেছিলেন গায়ত্রী। প্রকাশ্যে আন্নামালাইয়ের নিন্দা করেন তিনি। তাঁর প্রবল রাগের কারণ হল, তাঁকে নিয়ে আন্নামালাইয়ের সমর্থকরা রোজ নানান ট্রোল করা চালিয়ে যাচ্ছেন। এতে বিরক্ত অভিনেত্রী। টুইটার পেজে তিনি লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন। তাঁর ক্ষেত্রে তদন্তের কোনও সুযোগই দেওয়া হয়নি। দলে মহিলাদের প্রতি সমানাধিকার এবং সম্মান বলে কিছু অবশিষ্ট নেই। দলের ভিতরে না থেকে বাইরের লোক হয়ে ট্রোলড হতে বেশি পছন্দ করব।

আরও পড়ুন: Anubrata Mondal: কেষ্টর জামিন মামলার শুনানি শেষ, বুধ-বৃহস্পতিবার রায়দান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ট্যাগ করে তাঁদের প্রতি অকুণ্ঠ প্রশংসা ও ভক্তিভাব দেখিয়েছেন অভিনেত্রী। তিনি আরও অভিযোগ করেছেন, তামিলনাড়ু বিজেপিতে সত্যিকারের কর্মীদের কোনও মূল্য নেই। শুধু তাই নয়, যাঁরা মনপ্রাণ দিয়ে দল করেন, তাঁদের কী করে ক্ষতি করা যায়, সেই চেষ্টা চলছে।

তাঁর কথায়, বিজেপি দলের প্রতি আমার ঐকান্তিক শুভেচ্ছা রইল। আন্নামালাইয়ের সৌজন্যে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। এর সম্পূর্ণ কৃতিত্ব আন্নামালাইয়ের। উনি একজন খুবই সস্তা দরের মিথ্যাবাদী বলে রাজ্য সভাপতিকে তির হেনেছেন। তাঁর কাছে দলের ভিতরে কীভাবে মহিলাদের হেনস্তা করা হয়, তার অডিও এবং ভিডিও আছে বলে তিনি দাবি করেন। আন্নামালাইয়ের বিরুদ্ধে প্রমাণ হিসেবে সেসব তিনি পুলিশের হাতে তুলে দিতে পারেন বলেও হুমকি দিয়েছেন গায়ত্রী। যদিও গোটা অধ্যায়টি নিয়ে আন্নামালাইয়ের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23