skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরTMC: মন্ত্রীর সামনেই গ্রামবাসীকে চড় তৃণমূল কর্মীর, রক্ষা কবচ কর্মসূচি ঘিরে বিক্ষোভ...

TMC: মন্ত্রীর সামনেই গ্রামবাসীকে চড় তৃণমূল কর্মীর, রক্ষা কবচ কর্মসূচি ঘিরে বিক্ষোভ অব্যাহত

Follow Us :

দত্তপুকুর: দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) ঘিরে ফের ধুন্ধুমার। অভিযোগ জানাতে এসে মন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) সামনেই চড় থেতে হল স্থানীয় এক গ্রামবাসীকে। আক্রান্ত গ্রামবাসী সাগর বিশ্বাসকে মন্ত্রীর সামনেই রীতিমতো চড় মেরে ধাক্কা দিতে দিতে বের করে নিয়ে যাওয়া হয়। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায়। এমনকি সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত যুবক যাতে মুখ খুলতে না পারে, তাও ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করেন তৃণমূল কর্মীরা (TMC Workers)। যদিও পরে তিনি সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন। প্রথমে বিষয়টি সংবাদমাধ্যমের থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে আক্রান্ত ওই যুবকের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কলকাতা মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনায় বলেন, চড় মেরে ভুল করেছে। এখন দিদির দূতেরা কোথাও গেলে যে বিক্ষোভ দেখানো হচ্ছে সেটা যেন রাজনৈতিক  খেলা হয়ে গিয়েছে। 

আরও পড়ুন:Rajasthan Twin Brother Died: ৯০০ কিমি দূরে থাকা দুই যমজ ভাইয়ের মৃত্যু কয়েক ঘণ্টার মধ্যে

অন্যদিকে, দিদির দুত কর্মসূচিতে গিয়ে সাংসদের কাছে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকার বাসিন্দা তথা তৃণমূল কর্মীরা। বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুরে এদিন দিদির দুত কর্মসূচিতে যান বোলপুরের সাংসদ অসিত মাল। দলীয় কর্মী ও গ্রামবাসীরা বিধায়ক অভিজিত রায়ের বিরুদ্ধে সাংসদ অসিত মালের কাছে একাধিক অভিযোগ করেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, বিধায়ক এলাকায় আসেন না। কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখেন না। বিধায়ক অভিজিত রায় ভোটের সময় শুধুমাত্র ২ দিন এসেছিলেন। তারপর আর তিনি এলাকায় আসেননি। দলের নেতা ও কর্মীদের গুরুত্বও দেন না বলে সাংসদের কাছে অভিযোগ করেন তৃনমূল কর্মীরা। বিষয়টি বিধায়কের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সাংসদ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিত রায়।
 

RELATED ARTICLES

Most Popular