skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাNarendra Modi Mamata Banerjee: ৩০ ডিসেম্বর কলকাতায় মোদি, নমামি গঙ্গের অনুষ্ঠানে...

Narendra Modi Mamata Banerjee: ৩০ ডিসেম্বর কলকাতায় মোদি, নমামি গঙ্গের অনুষ্ঠানে থাকবেন মমতাও

Follow Us :

কলকাতা: আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (NarendraModi)। নমামি গঙ্গে প্রকল্পের (Namamigangeprokolpo) একটি অনুষ্ঠানে যোগ দিতেই মোদির এবারের কলকাতা (Kolkata) সফর। কলকাতার আইএনএস নেতাজি সুভাষ ডকে ওই অনুষ্ঠান হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (MamataBandyopadhyay) অনুষ্ঠানে হাজির থাকবেন। বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক সম্মেলনে মমতা নিজেই জানান, বন্দর কর্তৃপক্ষ তাঁকে আমন্ত্রণ করেছে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। 
ওই অনুষ্ঠানে মোদি-মমতা (Modi Mamata) মুখোমুখি দেখা হচ্ছে। তবে এর বাইরে তাঁদের একান্ত বৈঠক হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। মোদির চূড়ান্ত কর্মসূচি এখনও নবান্নে আসেনি। গত শুক্রবার রাতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পরের দিন নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের (eastern zonal security council) বৈঠকে যোগ দিতে আসেন তিনি। পরে নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর চেম্বারে একান্ত বৈঠক হয় মমতা-অমিতের। প্রায় কুড়ি মিনিট কথা হয় দুজনের। সেই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নানা চর্চা চলে। বিরোধী বাম-কংগ্রেস অভিযোগ করে, তৃণমূল-বিজেপির সেটিংয়ের লক্ষ্যেই ওই একান্ত বৈঠক। যদিও ওই বৈঠকের বিষয়বস্তু নিয়ে তৃণমূল কিংবা বিজেপির কোনও নেতাই মুখ খোলেননি। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীই অমিত শাহকে তাঁর ঘর দেখাতে নিয়ে যান। তাঁর অনুরোধ মেনেই ১৪ তলায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে, বলতে পারব না।

আরও পড়ুন: Mamata Banerjee : আয়ের মাপকাঠিতে দেশের সব থেকে গরিব মুখ্যমন্ত্রী  মমতা
অমিত-মমতা একান্ত বৈঠক নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই ৩০ ডিসেম্বর মোদি-মমতা মুখোমুখি হওয়ার কর্মসূচি রয়েছে কলকাতায়। নমামি বঙ্গের অনুষ্ঠানের ফাঁকেই দুজনের কথা হতে পারে। আবার পরে আলাদা বৈঠকও হতে পারে বলে সূত্রের খবর। যদি একান্ত বৈঠক হয় দুজনের, তবে ফের বাম-কংগ্রেস সেটিংয়ের তত্ত্ব খাঁড়া করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিপিএম নেতারা গত কয়েকদিন ধরে সমানে বিভিন্ন সভা-সমাবেশে বিজেপি-তৃণমূল সেটিং নিয়ে সুর চড়াচ্ছেন। তাঁরা বলছেন, সেটিং করে লাভ নেই। বাংলার মানুষ এবার পাওনা কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার জন্য তৈরি। বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার দুই পিঠ, এটা মানুষ বুঝে গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular