Monday, October 6, 2025
spot_img
Homeরাশিয়ার এয়ারবেসে পরমাণুবাহী বিমানে ড্রোন হামলা ইউক্রেনের

রাশিয়ার এয়ারবেসে পরমাণুবাহী বিমানে ড্রোন হামলা ইউক্রেনের

ওয়েব ডেস্ক: ইউক্রেন (Ukraine) ব্যাপক ড্রোন (Drone) হামলা চালাল রাশিয়ায় (Russia)। মস্কোর কাছেও ওই হামলা (Attack) হয়েছে। এয়ারবেসে পরমাণুবাহী বিমানেও হামলা। রাশিয়া ইউক্রেনের হামলা থেকে সেগুলিকে রক্ষা করতে সীমান্ত থেকে অনেক ভিতরে রেখেছিল। মস্কোর উত্তর পূর্বে ইভানভো এয়ার বেস ও দক্ষিণে দ্যাঘিলেভো বেসে হামলা চালিয়েছে ইউক্রেন। চারটে এয়ারফিল্ডে আঘাত করা হয়েছে। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এই অভিযান চালিয়েছে। রাশিয়ার ইরকুত্স্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার টিইউ৯৫ ও টিইউ ২২ স্ট্র্যাটেজিক বোম্বারে আঘাত করে। মুরমনস্কে ওলেনিয়া এয়ারবেসে বিস্ফোরণ হয়েছে। ইউক্রেনের দাবি, রবিবার ওই হামলায় রাশিয়ার ৪০টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওলেনিয়া রাশিয়ার খুব গুরুত্বপূর্ণ এয়ারবেস। সেখান থেকে পরমাণু অস্ত্রবাহী উড়ানের ব্যবস্থা রয়েছে। সরাসরি রাশিয়ার সামরিক ঘাঁটিতে এভাবে হামলা এর আগে করতে পারেনি ইউক্রেন। তবে এই ড্রোন হানায় হতাহতের কোনও খবর নেই।

সম্প্রতি রাশিয়া ইউক্রেনে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা করেছে। ৩৬৭টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। কিভ, খারকিভ, মাইকোলাইভ, টেরনোপিল সহ বিভিন্ন শহরে হামলা করা হয়েছে। রাশিয়া এই সপ্তাহে জানিয়েছিল, ইউক্রেনের ১০০টি ড্রোন তারা ধ্বংস করেছে। মস্কোকে লক্ষ্য করেও ওই ড্রোনগুলি ছোড়া হয়েছিল। এদিকে এদিনই রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের আর্মি ট্রেনিং এলাকায় ১২ সেনার মৃত্যু হয়েছে। অন্ততপক্ষে ৬০ জন জখম হয়েছেন।

উল্লেখ্য, আমেরিকার তরফে যুদ্ধ বিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইউক্রেন ওই প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে এখনও কিছু জানায়নি।

Read More

Latest News