মুম্বই, ১২ নভেম্বর: নিজের সেরাটা দিয়েও বিশ্বকাপ জেতা হল না বিরাট কোহলি (Virat Kohli)-র। বিরাটের ম্যাচ জেতানো অবিশ্বাস্য কিছু ইনিংস খেলার পরেও দলকে খালি হাতেই ফিরতে হয়েছে টি-২০ বিশ্বকাপ থেকে। অ্যাডিলেডে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার দশ উইকেট হেরে বিদায় নেয় টিম ইন্ডিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন বিরাট কোহলি।
আরও পড়ুন-T20 World Cup 2022: রাতারাতি ভাইরাল হয়ে ওঠা পাকিস্তানি ফ্যানের নাম জানেন?
সাদা টুপি, মুখে মাস্ক, চোখে চশমা, কানে ইয়ারফোন, কাঁধে ব্যাগ নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশের বিমানবন্দরে কোহলিকে দেখা গেল। নিউজিল্যান্ড সফরে না গিয়ে বিশ্রামে নিয়েছেন কোহলি। আগামী কটা দিন শুধু বিশ্রাম নিতে চান কোহলি।
Virat Kohli returns to India. pic.twitter.com/NQp3ZDLSRZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 12, 2022
কোহলি দেশের হয়ে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন কি না তা নিয়ে জল্পনা চলছে। সামনে টিম ইন্ডিয়ার ঠাসা সূচি। তার ওপর আবার আগামী বছর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। নিজের কেরিয়ার দীর্ঘায়িত করতে কোহলি আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেন কি না সেটা দেখার। যদিও বিরাটের ফিটনেস একেবারে তুঙ্গে রয়েছে। এবারের টি-২০ বিশ্বকাপে ৬টা ম্যাচে বিরাট কোহলি করেছেন ২৯৬ রান, ব্যাটিং গড় ৯৮.৭৭। তিনটে হাফ সেঞ্চুরি করেছেন, সর্বোচ্চ ৮২। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি করেন ৫৩ বলে ৮২ রান। সেমিফাইনালে বিরাট ৪০ বলে করেছিলেন ৫০ রান।
টি-২০ বিশ্বকাপ ২০২২-এ বিরাট কোহলি
পাকিস্তান: ৮২ অপরাজিত
নেদারল্যান্ডস: ৬২ অপরাজিত
দক্ষিণ আফ্রিকা: ১২
বাংলাদেশ: ৬৪ অপরাজিত
জিম্বাবোয়ে: ২৬
ইংল্যান্ড: ৫০