Sunday, July 27, 2025
Homeলাইফস্টাইলঅস্বাভাবিক 'ভাইরাস' হানা হয়নি, হু-কে জানাল চীন

অস্বাভাবিক ‘ভাইরাস’ হানা হয়নি, হু-কে জানাল চীন

Follow Us :

বেজিং: নতুন ধরনের নিউমোনিয়ার (Pneumonia) প্রকোপ বাড়ার পিছনে কোনও অস্বাভাবিক ‘ভাইরাস’ (Unusual Virus) নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) জবাবে জানাল চীন (China)। বিজ্ঞানীদের চেনাজানা প্যাথোজেন মাইকোপ্লাজমা নিউমোনিয়া এটা। চীনে ফের নতুন করে শিশুদের মধ্যে নিউমোনিয়া ছড়িয়ে পড়ার কারণ জানাতে চীনকে বলেছিল হু। তার উত্তরে চীনা বিজ্ঞানীরা পরীক্ষা করে জানালেন, এর নেপথ্যে নতুন কোনও ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেনি। আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিধি অনুযায়ী হু এই নিউমোনিয়ার বিষয়ে মহামারি সংক্রান্ত এবং গবেষণাগারের ফলাফল জানতে চেয়েছিল।

আরও পড়ুন: সুড়ঙ্গে আপৎকালীন নিকাশ পথ ছিল না, গাফিলতি কার?

চীনের দেওয়া তথ্য অনুযায়ী শ্বাসকষ্টজনিত এই অসুখের কারণে কোভিড ১৯ (Covid 19) বিধি প্রত্যাহারে ভাবনাচিন্তা করতে হতে পারে। কিন্তু, এটা পরিচিত মাইকোপ্লাজমা নিউমোনিয়া। যা অতি সাধারণ জীবাণুঘটিত সংক্রমণ এবং সংক্রমিত হয় শিশুদের মধ্যে। গত মে মাস থেকে এটা বৃদ্ধি পায়। অক্টোবর থেকে ইনফ্লুয়েঞ্জা (Influenza) এবং অ্যাডিনোভাইরাস সংক্রমিত হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গত নভেম্বরের মাঝামাঝি শ্বাসকষ্টজনিত অসুখ সংক্রমণের কথা জানিয়েছিল সরকারকে। হু-এর তলবি রিপোর্টকে অবশ্য চীন সরকার নিয়মমাফিক প্রথা বলে বর্ণনা করেছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39