Sunday, August 3, 2025
HomeদেশAgnipath Scheme: অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় তিনদিনে ৫৭ হাজার আবেদন

Agnipath Scheme: অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় তিনদিনে ৫৭ হাজার আবেদন

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: রেজিস্ট্রেশন শুরু হয়েছিল শুক্রবার। মাত্র ৩ দিনেই অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় জমা পড়ল ৫৭ হাজার আবেদন। রেজিস্ট্রেশন লক্ষাধিক। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ভরত ভূষণ টুইটে জানান, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বায়ুসেনার পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন প্রায় ১ লক্ষ পড়ুয়া। অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে আন্দোলনের পড়েও মাত্র তিনদিনে এত আবেদনপত্র জমা পড়ায় স্বস্তিতে কেন্দ্র।

বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে শূন্যপদ তিন হাজার। আগামী ৫ জুলাই আবেদনের শেষ দিন। ১৪ জুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেন। তার পরই দেশজুড়ে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ট্রেন পোড়ানো, বাস ভাঙুচুর-সহ বহু সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। পরিস্থিতি সামাল দিতে সশস্ত্র বাহিনী ও অসম রাইফেলসে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করে কেন্দ্র।

বিজেপি শাসিত কয়েকটি রাজ্য পুলিসের চাকরিতে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানায়।অগ্নিপথ প্রকল্পের অধীনে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের ভারতীয় তরুণ-তরুণীদের চার বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। বছরে ৪৫ হাজার তরুণ-তরুণীকে নেওয়া হবে অগ্নিপথ প্রকল্পে। মেয়াদ শেষে ২৫ শতাংশ সেনাকে সরাসরি সেনাবাহিনীতে স্থায়ী পদে নিয়োগ করা হবে। বাকি ৭৫ শতাংশকে এককালীন আর্থিক সাহায্য করে কার্যত বিদায় দেওয়া হবে।

আরও পড়ুন: Roddur Roy: প্রায় ২০ দিন পর জামিন পেলেন ইউটিউবার রোদ্দুর রায়

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39