কলকাতা: সারদায় প্রতারিত হওয়া আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে আশার আলো দেখাল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্ট সারদার মামলা পাঠিয়ে দিল বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটির কাছে। আদালতের নির্দেশ, সিবিআই, ইডি রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার হেফাজতে সারদার যত সম্পত্তি এবং টাকা আছে, সেসব তালুকদার কমিটির হাতে তুলে দিতে হবে।
বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ, যে সব সম্পত্তি এখনও বিভিন্ন সংস্থার হাতে আছে, ওই কমিটি সেই সব সম্পত্তি সেবির মাধ্যমে বিক্রি করতে পারবে। সেই বাবদ যে টাকা পাওয়া যাবে তা আমানতকারীদের দিয়ে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করতে পারবে তালুকদার কমিটি।
রাজ্য সরকার সারদা-কাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ৫০০ কোটি টাকার তহবিল গড়ার কথা ঘোষণা করেছে। সরকার সারদা কাণ্ডে গঠিত শ্যামল সেন কমিটির কাছে ক্ষতিপূরণ বাবদ ২৮৭ কোটি টাকা জমা রেখেছিল। আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাস আদালতে বলেন, ১৪০ কোটি টাকা এখনও তালুকদার কমিটির কাছে পড়ে আছে। সেই টাকাও কাজে লাগানো যেতে পারে।
আরও পড়ুন- Calcutta High Court: এমসিকিউ প্রশ্নপত্রেই ভুল, এসএসসিকে পুরো নম্বর দেওয়ার নির্দেশ হাইকোর্টের