কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে রাহুল গান্ধীর আক্রমণকে ভালো ভাবে নিল না মার্কিন যুক্তরাষ্ট্র। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) বুধবার চিন ও পাকিস্তান নিয়ে ভারতের অবস্থানের তীব্র সমালোচনা করেন লোকসভায় (India’s foreign policy)। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র (US State Department spokesperson ) নেড প্রাইস বলেন, ‘কংগ্রেস নেতার বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এ ব্যাপারে যা বলার, ওই দুই দেশই বলবে। তবে এইটুকু বলতে পারি, কংগ্রেস সাংসদ ঠিক কথা বলেননি’।
বুধবার লোকসভায় রাহুল গান্ধী বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল বিদেশ নীতির জন্য সারা বিশ্বের কাছে ভারত আজ কোণঠাসা হয়ে পড়েছে। চিন ও পাকিস্তান যে সব কথা বলছে, যে ভাবে অস্ত্র কেনা বেচা করছে তা দেশর পক্ষে ভয়ঙ্কর বিপদ। আগে ভারতের বিদেশ নীতির লক্ষ্য ছিল পাকিস্তান ও চিনকে বিছিন্ন করে রাখা। কিন্তু বর্তমান সরেকারের বিদেশ নীতি হল ওই দুই দেশকে কাছাকাছি আনা, এর বড় উদাহরণ হল ডোকলাম ও লাদাখ সম্পর্কে ভারতের মনোভাব। এই ভুল বিদেশ নীতির জন্য একদিন ভারতকে চড়া মাসুল দিতে হবে।
মার্কিন মুখপাত্র নেড প্রাইস বলেন, কংগ্রেস সাংসদের বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। আমরা কোনও দেশকেই বলিনি যে তাদের আমেরিকা বা চিনের পাশে থাকতেই হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক গড়ার সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব অনেক ক্ষেত্রেই সুবিধা দেয় সেই দেশগুলিকে। তিনি আরও বলেন, ‘পাকিস্তান আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার। পাক সরকারের সঙ্গে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক থেকে আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে লাভবান হচ্ছে।
আরও পড়ুন: Rahul Gandhi: সংসদে গান্ধী পরিবারকে নিয়ে মোদির কটাক্ষের জবাব দিলেন রাহুল
রাহুল গান্ধীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বুধবার টুইট করে জানান, রাহুল গান্ধীর ভারতের অতীত ইতিহাসটা ভালো করে পড়া এবং জানা দরকার। তিনি অতীতের উল্লেখ করে বলেন, ১৯৬৩ সালে পাকিস্তান শাকসগাম উপত্যকা চিনের হাতে তুলে দিয়েছিল। ১৯৭০ এ পাক অধিকৃত কাশ্মীরে কারাকোরাম হাইওয়ে তৈরি করেছিল চিন। তারপরেই পাকিস্তান ও চিনের মধ্যে পারমাণবিক সমন্বয় গড়ে ওঠে। জয়শঙ্করের প্রশ্ন, এর পরেও রাহুল গান্ধী কী করে বলেন, অতীতে চিন ও পাকিস্তান পরস্পরের থেকে বিছিন্ন ছিল?
আরও পড়ুন: Rahul Gandhi: রাজার হুকুমে দেশ চলছে, ২৩ কোটি মানুষকে গরিব করে দেওয়া হয়েছে, কেন্দ্রকে তোপ রাহুলের