মুম্বই : মিলল না জামিন। মাদক মামলায় ৩০ অক্টোবর পর্যন্ত জেল হাজতেই কাটাবেন আরিয়ান খান।
এবারও জামিন পেলেন না আরিয়ান খান। আপাতত জেলেই থাকতে হবে শাহরুখপুত্রকে। বুধবার মুম্বইয়ের স্পেশ্যাল কোর্টে শুনানি ছিল আরিয়ানের। জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দেয় আদালত। অন্যদিকে বারেবারে জামিনের আবেদন নাকচ হওয়ার পরে অবশেষে বৃহস্পতিবার মুম্বই হাইকোর্টে গৃহীত হল আরিয়ানের জামিনের আবেদন। বুধবার সেশন কোর্টে জামিনের আবেদন খারিজের পর মুম্বই হাইকোর্টে দ্বারস্থ হন শাহরুখ পরিবার। আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে এবং অমিত দেশাই এরপর জামিনের জন্য আবেদন জানিয়েছেন মুম্বই হাইকোর্টের বিচারপতি নিতিন সাম্ব্রের কাছে। ২৬ অক্টোবর শুনানি। শাহরুখের সঙ্গে জেল থেকে বেরিয়ে আইনজীবীরা বলেন, যা বলার তাঁরা ২৬ তারিখেই বলবেন।
আরও পড়ুন : অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে এনসিবি হানা
বৃহস্পতিবার সকালেই মুম্বইয়ের আর্থার রোড জেলে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে যান শাহরুখ। তার কিছুক্ষণ পরেই মন্নতে হাজির হয় এনসিবি। ৩ অক্টোবর মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখের বড় ছেলে আরিয়ান। একাধিকবার আরিয়ানের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানালেও বারবার তা খারিজ হয়ে গিয়েছে। এবারও মিলল না আরিয়ানের জামিন। মাদক মামলায় ৩০ অক্টোবর পর্যন্ত হেফাজতেই কাটাবেন আরিয়ান খান। আরিয়ান খান মাদক-কাণ্ডে গ্রেফতারির পর এবার অনন্যা পাণ্ডের বাড়িতে হানা এনসিবি-র। বাজেয়াপ্ত করা হয় অনন্যার ফোন। বৃহস্পতিবার অনন্যার মুম্বইয়ের বাড়িতে পৌঁছোয় এনসিবি। বেশ কিছুক্ষণ ধরে চলে তল্লাশি।