নয়াদিল্লি: বিস্ফোরক অভিযোগ করল কংগ্রেস (Congress)। তাদের দাবি, শুক্রবার লোকসভায় (Loksabha) নিট-এর প্রশ্নপত্র ফাঁস (NEET Paper Leak) ইস্যু তুলতেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মাইক্রোফোন ‘মিউট’ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে কংগ্রেস, তাতে দেখা যাচ্ছে, স্পিকার ওম বিড়লাকে (Om Birla) মাইক্রোফোন চালু করতে অনুরোধ করছেন রাহুল।
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ এলাকা, বন্ধ মেট্রো পরিষেবা
নিট কাণ্ড নিয়ে সংসদে বিতর্ক চেয়েছিলেন কংগ্রেস নেতা এবং সরকার পক্ষের থেকে বিবৃতি দাবি করেছিলেন। জবাবে স্পিকার জানান, তিনি সাংসদদের মাইক্রোফোন বন্ধ করেন না, সেরকম কোনও নিয়ন্ত্রণ তাঁর কাছে নেই। বিড়লা বলেন, “আলোচনা হওয়া উচিত রাষ্ট্রপতির ভাষণ নিয়ে, অন্য বিষয় এই কক্ষে নথিভুক্ত হবে না।”
जहां एक ओर नरेंद्र मोदी NEET पर कुछ नहीं बोल रहे, उस वक्त विपक्ष के नेता राहुल गांधी जी युवाओं की आवाज़ सदन में उठा रहे है.
लेकिन…
ऐसे गंभीर मुद्दे पर माइक बंद करने जैसी ओछी हरकत करके युवाओं की आवाज़ को दबाने की साजिश की जा रही है. pic.twitter.com/NhJnZZVM66
— Congress (@INCIndia) June 28, 2024
এদিকে ওই ভিডিও পোস্ট করে কংগ্রেস বলে, একদিকে নরেন্দ্র মোদি (Narendra Modi) নিট নিয়ে কোনও কথা বলছেন না, বিরোধী নেতা কক্ষে যুবসমাজের হয়ে আওয়াজ তুলছেন। কিন্তু এত গুরুতর বিষয়ে, যুবসমাজের আওয়াজ চাপা দিতে ষড়যন্ত্র চলছে, মাইক্রোফোন সুইচ অফ করার মতো সস্তা কাজ চলছে।
দেখুন খবর: