Tuesday, January 20, 2026
HomeScrollমসজিদ ঘিরে বিতর্ক! সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি উত্তর প্রদেশ সরকারের

মসজিদ ঘিরে বিতর্ক! সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি উত্তর প্রদেশ সরকারের

নয়া দিল্লি: মসজিদ নিকটবর্তী কুয়ো সরকারি জমিতে। সম্ভল মসজিদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানাল উত্তর প্রদেশ সরকার (Uttar Pradesh)।

ওই কুয়ো মসজিদের সম্পত্তি বলে দাবি করে সম্ভল শাহী জামা মসজিদ কমিটির। স্থানীয় অঞ্চলে ওই কুয়ো ধরণী ভারা কূপ হিসেবে পরিচিত। যা মুঘল আমলের ওই বিতর্কিত সৌধের মধ্যে আদৌ নয়। বিতর্কিত ওই সৌধের সঙ্গে কুয়োটির কোন সম্পর্ক নেই। এমনকী ওই বিতর্কিত সৌধটিও সরকারি জমিতে রয়েছে বলে দাবি সরকারি স্ট্যাটাস রিপোর্টে।

আরও পড়ুন: প্রেমিকা সহ পরিবারের পাঁচ সদস্যকে খুন! থানায় আত্মসমর্পণ ধৃতের

ঐতিহাসিক এক মন্দির ভেঙ্গে ছন্দৌসীতে ওই মসজিদ নির্মিত। এমন দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে নিম্ন আদালত দ্বারা সমীক্ষার নির্দেশ। সেই নির্দেশের বিরুদ্ধে মসজিদ পরিচালন কমিটির আবেদন সুপ্রিম কোর্টে। সমীক্ষার নির্দেশে স্থগিতাদেশ দিয়ে কমিটিকে হাইকোর্টে যেতে বলে দেশের শীর্ষ আদালত। পরবর্তীকালে, ওই কূয়া মসজিদের কাজে ব্যবহৃত হয় বলে আলাদা দাবি কমিটির।

দেখুন আরও খবর:

Read More

Latest News