Tuesday, January 20, 2026
HomeScroll৬ বছরের সন্তানকে গলা টিপে খুন করল মা

৬ বছরের সন্তানকে গলা টিপে খুন করল মা

কলকাতা: বাড়ি থেকে উদ্ধার মা ও মেয়ের নিথর দেহ। স্বামীর অভিযোগ পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধারের পর ফাঁস হয় হাড়হিম হত্যাকাণ্ড। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে। মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা কাম্বলে (২৩)। ২৩ এপ্রিল প্রিয়াঙ্কার এবং তাঁর ছ’বছরের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। সেই রিপোর্ট মারফত জানা যায়, কন্যাসন্তানকে খুন করেছিলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: বিচারপতি বর্মা সংক্রান্ত মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের

ফ্ল্যাটে ঢুকে স্ত্রী ও কন্যাসন্তানের মৃতদেহ দেখতে পান স্বামী। তারপরই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন প্রিয়াঙ্কা। উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। ময়নাতদন্তে জানা গেছে, কন্যাসন্তানের গলা টিপে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News