Home Scroll ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা জয়শংকরের

ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা জয়শংকরের

নয়াদিল্লি: ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে কথা বললেন জয়শংকর (S Jaishankar)। ভারত পাকিস্তান সংঘাতের আবহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর কথা বললেন ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির (UK Foreign Secretary David Lammy) সঙ্গে। সন্ত্রাসবাদের মোকাবিলা নিয়ে কথা হয়েছে দুই নেতার। এস জয়শংকর তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের বিষয়ে কথাবার্তা হয়েছে।

ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক অস্থিরতার আবহ। অপারেশন সিঁদুরের পর ভারতের জম্মু, রাজস্থান,পঞ্জাবের একাধিক জায়গাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত। প্রতিটি হামলাই রুখে দিয়েছে ভারত। লাগাতার নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে তারা। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, পাকিস্তান থেকে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তবে ভারতের অত্যাধুনিক S-400 ডিফেন্স সিস্টেম সমস্তটাই রুখে দিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী (EAM) এস জয়শঙ্কর।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে বড় মন্তব্য করলেন RSS প্রধান

অন্য খবর দেখুন