Tuesday, August 19, 2025
HomeদেশPM Narendra Modi | মোদিকে খুন করা হবে, কেরল বিজেপির অফিসে হুমকি-চিঠি

PM Narendra Modi | মোদিকে খুন করা হবে, কেরল বিজেপির অফিসে হুমকি-চিঠি

Follow Us :

তিরুবনন্তপুরম: কেরলে (Kerala) প্রধানমন্ত্রীর সফরে খুনের হমকি দিয়ে বিজেপি (BJP) দফতরে চিঠি। আগামী সোমবার দুদিনের কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi। তার আগেই তাঁর প্রাণনাশের হুমকি (Threat) দিয়ে চিঠি এল বিজেপি রাজ্য দফতরে। চিঠিতে বলা হয়েছে, কেরলে প্রধানমন্ত্রী পা দিলেই তাঁকে খুন করা হবে।  ইতিমধ্যে এই হুমকি-চিঠি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কার্যত গোটা রাজ্যেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।  

বিজেপি সূত্রে খবর, এক সপ্তাহ আগে চিঠিটি পেয়েছেন কেরল বিজেপির প্রধান কে সুরেন্দ্রন। পরে তা কেরল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  চিঠিটি জোসেফ জন নাদুমুত্তাথিল নামে এক ব্যক্তির কাছ থেকে এসেছে বলে জানা গিয়েছে। তিনি এর্নাকুলামের বাসিন্দা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোদির কেরল সফরকালে তাঁর উপর আত্মঘাতী হামলা হবে। তারপরই বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।  সূত্রের খবর, ওই চিঠির প্রেরক জোসেফ জনকে পুলিশ শনাক্ত করেছে। যদিও তাঁর দাবি, তিনি এমন কোনও চিঠি লেখেননি। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। 

আরও পড়ুন:Rahul Gandhi | সাংসদ বাংলো ছেড়ে দিলেন রাহুল গান্ধী, চাবি ফেরত দেওয়া হল না 

এরই মধ্যে ভিভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত কেরল সরকারের একটি ৪৯ পাতার সার্কুলার ফাঁস হয়ে গিয়েছে। তা নিয়ে রাজ্য বিজেপি প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন বলেন,  রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। কী করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত ওই সার্কুলার ফাঁস হয়ে গেল, তার ব্যাখ্যা দিতে হবে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। কেন্দ্রীয় মন্ত্রীর আরও অভিযোগ, সাত দিন হয়ে গেল ওই হুমকি-চিঠি নিয়ে কেরল সরকার কোনও তদন্তই করল না।    

সোমবার অর্থাত্‍ ২৪ এপ্রিল বিকেল পাঁচটায় কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন তিনি। এছাড়াও দু’দিনের সফরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেনাবাহিনীর বিশেষ বিমানে মধ্যপ্রদেশ থেকে কেরলের উদ্দেশে উড়ে যাবেন প্রধানমন্ত্রী। সেদিনের প্রথম কর্মসূচি হিসাবে সাড়ে পাঁচটা নাগাদ তিনি বিজেপির রোড শোতে যোগ দেবেন। তারপর থেভারা সেক্রেড হার্ট কলেজের মাঠে বিজেপি নেতৃত্বাধীন যুব সংগঠনগুলির তরফে আয়োজিত ‘যুবম’-এর উদ্বোধন করবেন। রাতে তাজ মালাবার হোটেলে রাতে বিশ্রাম নেবেন তিনি। 

মঙ্গলবার প্রধানমন্ত্রী কোচি থেকে সকাল ৯.২৫-এর উড়ান ধরবেন এবং ১০.১৫তে তিরুবনন্তপুরম বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে তিনি সকাল ১০.৩০ নাগাদ সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। সকাল ১১ টায় সেন্ট্রাল স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কেরল সফরে প্রধানমন্ত্রী মোট চারটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন। টেকনো সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কোচি ওয়াটার মেট্রোর উদ্বোধনও করবেন। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি সুরাতের উদ্দেশে রওনা দেবেন। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Trump-Zelenskyy | হোয়াইট হাউসে এবার কোর্ট পরে জেলেনস্কি, মিলবে কি সাফল্য? নিজেই দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Trump-Zelenskyy | হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Trump-Zelenskyy | হোয়াইট হাউসে ট্রাম্প- জেলেনস্কি বৈঠক যু/দ্ধ কী থামবে? দেখুন Live
00:00
Video thumbnail
Mamata Banerjee | পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, চালু হচ্ছে নতুন প্রকল্প
00:00
Video thumbnail
Abhishek Banerjee | 'নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে'
00:00
Video thumbnail
Vice President | INDIA জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সম্ভবত এই ব্যক্তি
00:00
Video thumbnail
Suvendu Adhikari | 'নো এসআইআর নো ভোট' কেন বললেন শুভেন্দু? দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ইয়েস SIR নো SIR
00:00
Video thumbnail
Fourth Pillar | গান্ধীর উপরে সাভারকার, নি/র্লজ্জ কত হবে আর!
00:52
Video thumbnail
Forth Pillar | এই বলা হচ্ছে শেষমেশ, দেশের বিকাশে RSS!
00:59