নয়াদিল্লি: বিজেপির (BJP) বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য ইন্ডিয়া জোটের (INDIA bloc) শরিকদের ধন্যবাদ জানালেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। এও জানালেন, সংবিধানের প্রস্তাবনার মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সমস্ত রাজনৈতিক দলকে স্বাগত জানাচ্ছে এই বিরোধী জোট।
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর আজ বুধবার রাজধানী দিল্লিতে বৈঠকের ডাক দিয়েছিল কংগ্রেস। সেই বৈঠকে দেশের সমস্ত বিরোধী দলের হেভিওয়েট নেতাদের আগমন ঘটে। বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না গেলেও হাজির ছিলেন রেকর্ড ভোটে জেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জোটের পরবর্তী কর্মসূচি, সরকার গড়ার সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
রণকৌশল নিয়ে কিছু না বললেও এদিনের বৈঠকের হোতা খাড়্গে বলেন, জনাদেশ অবশ্যই নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে, তাঁর বিরুদ্ধে এবং তাঁর রাজনীতির ধরনের বিরুদ্ধে। পরিষ্কার নৈতিক হার ছাড়াও ব্যক্তিগতভাবে এটা মোদির বিরাট রাজনৈতিক ক্ষতি। যাই হোক, তিনি মানুষের ইচ্ছার বিরুদ্ধে যেতে বদ্ধপরিকর।
আরও পড়ুন: পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী অনেকেই হারলেন এবারের ভোটে
শরিকদের উদ্দেশে কংগ্রেস সভাপতি বলেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ভালো লড়েছি, ঐক্যবদ্ধ হয়ে লড়েছি, দৃঢ়তার সঙ্গে লড়েছি।
এদিনের বৈঠকে খাড়্গে ছাড়াও কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং ডিএমকে-র টি আর বালু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং জেএমএমের কল্পনা সোরেন, এনসিপি-এসপি-র শরদ পাওয়ার এবং সুপ্রিয়া সুলে, অখিলেশ যাদব এবং রাম গোপাল যাদব (এসপি)।
অভিষেক ব্যানার্জি (টিএমসি), তেজস্বী যাদব (আরজেডি), সঞ্জয় রাউত এবং অরবিন্দ সাওয়ান্ত (শিবসেনা-ইউবিটি), ওমর আবদুল্লা (জেকেএনসি), সীতারাম ইয়েচুরি (সিপিআই-এম), ডি রাজা (সিপিআই), সঞ্জয় সিং, রাঘব চাড্ডা (এএপি), এন কে প্রেমচন্দ্রন (আরএসপি) সহ অন্যান্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
দেখুন খবর: