নয়াদিল্লি: আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) পর তিনিই প্রথম ব্যক্তি যিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হবেন। সন্ধে ৭.১৫ তে শুরু শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে চা চক্রে যোগ দিতে মোদির বাসভবনে উপস্থিত হয়েছিলেন এনডিএ-র একাধিক নেতা। এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান (Chirag Paswan), বিজেপির পীযূষ গোয়েল, শিবরাজ সিং চৌহান, জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী (HD Kumarswamy) প্রমুখ ৭, লোক কল্যাণ মার্গে চা-চক্রে যোগ দিয়েছিলেন।
সূত্রের খবর, এই বৈঠকে তাঁর এনডিএ সহযোগীদের ১০০ দিনের কাজের অ্যাকশন প্ল্যান রূপায়ণের কথা বলেন। এছাড়াও প্রতিটি দফতরকে তাদের বকেয়া প্রজেক্টের প্রতি যত দ্রুত সম্ভব দৃষ্টি দিতে বলেছেন। মোদি তাদের বলেছেন, আগামী পাঁচ বছরের রোডম্যাপ তৈরি, তারা যেন সেই অনুযায়ী কাজ শুরু করেন এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ গড়ে তোলার লক্ষ্য স্থির করেন।
আরও পড়ুন: মোদির শপথে ত্রিস্তরীয় নিরাপত্তা, আসছেন ৭ দেশের রাষ্ট্রনেতা
আজ রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি। তার আগে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) এবং সদৈব অটলে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানান। এরপর ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তাঁর পাশে দেখা যায় বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে।
প্রসঙ্গত, এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের প্রধানরা। ইতিমধ্যেই রাজধানীতে পা দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনথ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে প্রমুখ।
দেখুন অন্য খবর: