skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent NewsSSP: এটাওয়ায় এসএসপির গাড়িতে বিষাক্ত সাপ নিয়ে হইচই

SSP: এটাওয়ায় এসএসপির গাড়িতে বিষাক্ত সাপ নিয়ে হইচই

Follow Us :

উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের এটাওয়ায় এসএসপির বাসভবন চত্বরে গাড়ির মধ্যে মিলল এক বিষধর সাপ। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই বাসভবনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই বাসভবনের কর্মীরা দেখতে পান, এসএসপির এসকর্ট জিপের বনেটের ভিতর জড়িয়ে রয়েছে একটি সাপ। তা নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় সোসাইটি ফর কনজারভেশন অফ নেচারের সম্পাদক সঞ্জীব চৌহানকে। তিনি বনদফতরের কর্মীদের সঙ্গে নিয়ে চলে আসেন এসএসপির বাসভবনে। গাড়ির চালক দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে কবজায় আনেন। বন্যপ্রাণী বিশেষজ্ঞ সঞ্জীব চৌহান জানান, সাপটি মারাত্মক বিষাক্ত। যা সাধারণত ঘোড়াচাঁদ বলে পরিচিত। সাপটি প্রায় সাত ফুট লম্বা। প্রাথমিক চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: SSP: এটাওয়ায় এসএসপির গাড়িতে বিষাক্ত সাপ নিয়ে হইচই

RELATED ARTICLES

Most Popular