Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনদক্ষিণী ছবি থেকে শিক্ষা নেওয়ার বার্তা মনোজ বাজপেয়ীর

দক্ষিণী ছবি থেকে শিক্ষা নেওয়ার বার্তা মনোজ বাজপেয়ীর

Follow Us :

দক্ষিণী ছবির সাফল্যের প্রভাব পড়ছে বলিউড ইন্ডাস্ট্রিতে।খোলাখুলি মেনে নিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী।‘পুষ্পা’,’ট্রিপল আর’ এবং সম্প্রতি ‘কেজিএফ ২’-এর ব্যাবসার জেরে দুরবস্থা বলিপাড়ার প্রযোজকদের।দর্শকদের প্রত্যাশা থাকলেও অপেক্ষাকৃত কম ব্যবসা করেছে আলিয়া ভাটের ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’।বক্সঅফিসে ডাহা ফেল অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’।অন্যদিকে ‘পুষ্পা’’,ট্রিপল আর’ কিংবা ‘কেজিএফ ২’ বক্সঅফিসে বারবার ঝড় তুলেছে।অভিনেতা মনোজ বাজপেয়ী সাফ জানাচ্ছেন,দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও ভাল ব্যবসা করছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম,যে কারণে সরাসরি প্রভাবিত হচ্ছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি।দক্ষিণী ইন্ডাস্ট্রির বাড় বাড়ন্তে বলিপাড়ার মেইনস্ট্রিম ফিল্মমেকাররা রীতিমতো ভয় পাচ্ছেন।দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যে দুর্দান্ত কাজ হচ্ছে তা খোলাখুলি মেনে নিয়ে অভিনেতা জানাচ্ছেন,কেজিএফ কিংবা ট্রিপল আর-এর মতো ছবিগুলির কাছে বলিউডের অনেক কিছু শেখার রয়েছে।

বর্তমানে যেভাবে দক্ষিণী ছবিগুলি ব্যবসা করছে এইভাবে চলতে থাকলে আগামী দিনে বলিউডের অবস্থা আরও সঙ্গীন হবে বলেই আশঙ্কা মনোজের।তিনি আরও জানিয়েছেন, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যতখানি সততা ও আবেগের সঙ্গে কাজ করা হয়,বলিউড ইন্ডাস্ট্রিতে তেমনটা হয় না।দর্শকদের ভাললাগা এবং পছন্দের কথা ভেবেই বলিউডের কমার্শিয়াল ফিল্মমেকারদের ছবি করার বার্তা দিয়েছেন মনোজ বাজপেয়ী।

RELATED ARTICLES

Most Popular