ওয়েব ডেস্ক: পাঁচজন প্রাক্তন হাইকোর্ট বিচারপতিকে ‘প্রবীণ আইনজীবী’র (Senior Advocate) হিসেবে স্বীকৃতি দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। চলতি বছরের ২৯ অক্টোবর ভারতের প্রধান বিচারপতির (Chief Justice Of India) নেতৃত্বে অনুষ্ঠিত এক ফুল কোর্ট মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের (CDSA) তরফে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এই ২৯ অক্টোবর থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
‘প্রবীণ আইনজীবী’ হিসেবে মনোনীত পাঁচ প্রাক্তন বিচারপতি
- ১. বিচারপতি গিলানি মাদাদালি নুরমোহাম্মদ – প্রাক্তন বিচারপতি, বোম্বে হাইকোর্ট
- ২. বিচারপতি এম. গোবিন্দরাজ – প্রাক্তন বিচারপতি, মাদ্রাজ হাইকোর্ট
- ৩. বিচারপতি পঙ্কজ ভান্ডারী – প্রাক্তন বিচারপতি, রাজস্থান হাইকোর্ট
- ৪. বিচারপতি রাকেশ কুমার জৈন – প্রাক্তন বিচারপতি, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট
- ৫. বিচারপতি তাশি রাবস্তান – প্রাক্তন প্রধান বিচারপতি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট
আরও পড়ুন: ‘কাম নয়, প্রেমের ফল’, পকসো মামলায় নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে বিচারজগতে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আদালতের মতে, প্রবীণ আইনজীবী পদবী প্রদান কেবলমাত্র সম্মানসূচক নয়, এটি বিচারপতিদের দীর্ঘদিনের নিষ্ঠা, অভিজ্ঞতা ও আইনজ্ঞতার স্বীকৃতি।
এই পদক্ষেপের মাধ্যমে সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের বেঞ্চ থেকে বারে (Bench-to-Bar) ফিরে আসার সুযোগকে আরও সংগঠিত ও মর্যাদাপূর্ণ করে তুলেছে। এতে তাঁদের বিশদ অভিজ্ঞতা সক্রিয় আইনচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে আইনজীবী মহলের মত।
দেখুন আরও খবর:







