ওয়েবডেস্ক- ‘উত্তরপ্রদেশ মহিলাদের জন্য নিরাপদ’, এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath) । কিন্তু সেই যোগী রাজ্যেই তান্ত্রিকের (Tantric) কাছে গিয়ে ধর্ষণের (Raped) শিকার হতে হল এক মহিলাকে। সন্তান লাভের আশায় তান্ত্রিকের কাছে গিয়েছিলেন তিনি। অভিযুক্ত ফেরার। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গেছে, বিয়ের বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছিল। কিন্তু সন্তানলাভ হয়নি। তাই এক তান্ত্রিকের খোঁজ পেয়ে তার কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই বিশ্বাসই বিপদ ডেকে আনল তার জীবনে। ওই মহিলা ধর্ষণ করে ওই তান্ত্রিক।
পুলিশ সুপার (গ্রামীণ) সুরেশ চন্দ্র রাওয়াত (Superintendent of Police (Rural) Suresh Chandra Rawat) জানান, আট বছর আগে নির্যাতিতার বিয়ে হয়েছিল। কিছু বছর ঘুরতে থাকলেও মা হতে পারেননি তিনি। সম্প্রতি এক তান্ত্রিকের খোঁজ পেয়ে তাঁর শরণাপন্ন হন তিনি। তিনি বলেন ওই মহিলাকে উপায় বাতলে দেবেন তিনি। আশ্বাসের ভরসাতেই তান্ত্রিকের শরণাপন্ন হন তিনি। সেই মতো একদিন তিনি ওই মহিলাকে তাঁর বাড়িতে ডাকেন। অভিযোগ, সেখানেই ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত।
আরও পড়ুন- জম্মু ও কাশ্মীরে JEI-সংযুক্ত স্কুলগুলোর নিয়ন্ত্রণ নিল সরকার
রবিবার পুলিশ জানিয়েছে, নওঝিল এলাকায় ৩৫ বছর বয়সী এক মহিলাকে এক ‘তান্ত্রিক’ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার, সে ৪৫ বছর বয়সী ওই তান্ত্রিক মুশতাক আলীর কাছে যায় নির্যাতিত। তিনি দাবি করেছিলেন, তিনি কোনও আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাকে গর্ভধারণে সাহায্য করতে পারেন। পলাতক আলীর বিরুদ্ধে বিএনএস-এর ৬৩ ধারায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
দেখুন আরও খবর-