কলকাতা টিভি ওয়েব ডেস্ক: গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রাক্কালে ভাস্কো ডা গামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়েছে। টুইটে এর তীব্র প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর প্রশ্ন, গোয়ায় এ কোন গণতন্ত্র? তিনি লিখেছেন, ডবল ইঞ্জিন সরকারের সৌজন্যে এসব চলছে। টুইটে ট্যাগ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলকেও। তৃণমূল সাংসদ রাজ্যপাল জগদীপ ধনখড়কেও (Governor Of West Bengal) খোঁচা দিতে ছাড়েননি। ধনখড়কে ট্যাগ করে তিনি টুইটে লেখেন, এ ব্যাপারে আপনি কী বলেন, শুনতে চাই।
এর আগেও গোয়াতে তৃণমূলের পোস্টার, হোর্ডিং ইত্যাদি ছেঁড়ার অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম গোয়ায় যান। তার আগে গোটা গোয়া মমতার ছবি লাগানো হোর্ডিং, পোস্টার, ফ্লেক্সে ছেয়ে দেওয়া হয়েছিল। তখনও বাংলার মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপে সে সব হোর্ডিং, পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে।
Democracy in #Goa!Picture of @MamataOfficial in the hoarding at #VascoDaGama has been torn apart.
What a #GoaElections2022 going on!Courtesy:double engineed Govt.
Shame on @BJP4India& @narendramodi!@jdhankhar1……want to listen to you@AITCofficial @AITC4Goa @abhishekaitc pic.twitter.com/QUbGllThCh— DR SANTANU SEN (@SantanuSenMP) February 6, 2022
ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে গোয়াতে। আগামী দু’একদিনের মধ্যেই ভোটের প্রচারে গোয়ায় যাওয়ার কথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোয়া দখলের জন্য এবার মরিয়া হয়ে উঠেছে তৃণমূল।
কোঙ্কণ উপকূলে ভোট এবার বহুমুখী। প্রধান লড়াই হচ্ছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। ২০১৭ সালে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সরকার গড়তে পারেনি। অধিকাংশ কংগ্রেস বিধায়ক বিজেপিতে চলে যাওয়ায় তারাই সরকার গড়ে।
এবারের ভোটে গোয়ায় মাটি কামড়ে পড়ে আছে কংগ্রেসও। রাহুল গান্ধী দুদিন আগেই গোয়ায় ভার্চুয়াল প্রচার চালান। সেখানে তিনি গোয়াবাসীর প্রতি কংগ্রেসকে জেতানোর আহ্বান জানিয়ে বলেন, গোয়ায় ভোট হবে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এখানে আর কোনও পার্টির অস্তিত্ব নেই। গোয়ায় ভোটের ময়দানে বিজেপি, কংগ্রেস, তৃণমূল ছাড়াও আছে আপ এবং এনসিপি-শিবসেনা জোট।