Monday, December 29, 2025
HomeScroll৩৩ বছরের যাত্রা শেষ! অভিনয় জীবনে ইতি টানার ঘোষণা বিজয়ের
Thalapathy Vijay

৩৩ বছরের যাত্রা শেষ! অভিনয় জীবনে ইতি টানার ঘোষণা বিজয়ের

সিনেমাকে বিদায় জানানোর কারণ জানালেন থালাপতি

ওয়েব ডেস্ক: ‘থালাপতি’র ৩৩ বছরের যাত্রা শেষ!নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। হয়ে উঠেছেন, ‘থালাপতি’ বিজয় (Thalapathy Vijay)। এবার সেই অভিনয় জীবনে ইতি টানার ঘোষণা করলেন বিজয় (Thalapathy Vijay Acting Career), কেন এই সিদ্ধান্ত? তাঁর শেষ সিনেমা ‘জন নায়াগান’(Jana Nayagan event) মুক্তি পাচ্ছে আগামী বছরের ৯ জানুয়ারি। গত শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে সিনেমার গান প্রকাশের আয়োজন ছিল। বিজয়ের শেষ সিনেমা বলে কথা, স্বভাবতই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিজয়কে দেখতে ৯০ হাজার ভক্ত ভিড় করেছেন। ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে বিজয়কে। মালয়েশিয়ায় তাঁর ছবি ‘জন নয়গণ’-এর মিউজিক লঞ্চ ইভেন্ট থেকেই অভিনয় থেকে বিদায় নেওয়ার কথা জানালেন বিজয়। সেই অর্থে এটিই তাঁর জীবনের শেষ সিনেমা হতে চলেছে।
টানা ৩৩ বছর অভিনয় করেছেন। লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলো শুনতে শুনতে বড় হয়েছেন তিনি। থালাপতি বিজয় অভিনয় ছেড়ে দিচ্ছেন! মাত্র ৫১ বছর বয়সে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করলেন তিনি।১০ বছর বয়সে তামিল চলচ্চিত্র ‘ভেত্রি’তে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন থালাপতি বিজয়। ১৮ বছর বয়সে ‘নালাইয়া থেরপু’ (১৯৯২) ছবিতে প্রথম নায়ক তিনি।মালয়েশিয়ায় তাঁর ছবি ‘জন নয়গণ’-এর মিউজিক লঞ্চ ইভেন্ট থেকেই একথা জানালেন বিজয়। সেই অর্থে এটিই তাঁর জীবনের শেষ সিনেমা হতে চলেছে।অভিনয় জীবন থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি, বরং দীর্ঘ চিন্তাভাবনার পরই এই সিদ্ধান্ত হয়েছে। বলেন, “আমার জন্য একটাই বিষয় গুরুত্বপূর্ণ। মানুষ আমাকে দেখতে সিনেমা হলে আসে। “আমার জন্য একটাই বিষয় গুরুত্বপূর্ণ। মানুষ আমাকে দেখতে সিনেমা হলে আসে। সেই কারণেই আমি তাঁদের জন্য আগামী ৩০–৩৩ বছর পাশে থাকার প্রস্তুতি নিচ্ছি।”’
থালাপতি’ বিজয় স্পষ্ট করে জানিয়েছেন, এখন তাঁর পুরো মনোযোগ রাজনীতিতে থাকবে। বিনোদন জগৎ তাঁকে দীর্ঘদিন ধরে ‘থালাপতি’ উপাধিতে সম্বোধন করেছে। অনেকেই মনে করছেন, ৩৩ বছরের অভিনয় জীবনকে পেছনে ফেলে, বিজয় রাজনৈতিক প্রাঙ্গণে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন
Read More

Latest News