আলিপুরদুয়ার: বাঘেদের জন্য শিকারের ঘাঁটি উন্নত করতে ও খাদ্য ভান্ডার সুনিশ্চিত করার লক্ষ্যে ফের ৯০টি চিতল হরিণ (Chital Deer) ছাড়া হল বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Buxa Tiger Reserve) গভীর জঙ্গলে। এই হরিণগুলিকে বর্ধমান জেলার রমনাবাগান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। এই নিয়ে ধাপে ধাপে বক্সার জঙ্গলে গত তিন বছরে প্রায় হাজার থেকে বেশি হরিণ ছাড়া হ’ল।
বক্সার জঙ্গলে প্রচুর পরিমাণে সম্বর ও বার্কিং হরিণ থাকলেও, বাঘেদের খাদ্য তালিকার অতিপ্রিয় চিতল হরিণের বসতি কম ছিল বক্সায়। স্বাভাবিক কারনেই ওই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে আসার পরিকল্পনা নেয় বনদফতর। সম্প্রতি ৫২ ও ২৯টি চিতল হরিণ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। আজ পুনরায় বনদফতরের আধিকারিক ও চিকিৎসকদের উপস্থিতিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ৯০ টি চিতল হরিণ ছাড়া হল।
আরও পড়ুন: বিকালে হঠাৎই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি!
আরও খবর দেখুন