মুর্শিদাবাদ: দরজায় কড়া নাড়া দিচ্ছে লোকসভা নির্বাচন (Loksabha Elections 2024)। ইতিমধ্যেই প্রুস্তুতি শুরু হয়ে গেছে। শনিবার ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি (BJP)। এইসবের মধ্যেই ভাঙন ধরল বাম-কংগ্রেসে। আবারও মুর্শিদাবাদ জেলায় অসংখ্য কংগ্রেস (Congress) এবং সিপিএম (CPIM) কর্মী তৃণমূল কংগ্রেসে (Murshidabad TMC Joinning) যোগদান করল। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের জলঙ্গির চোয়াপাড়া অঞ্চলে বাম-কংগ্রেসের শতাধিক পুরুষ ও মহিলা কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছে। জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের সভাপতি মাসুম আলী আহমেদের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছে তারা।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৪)
সামনেই লোকসভা ভোট, তার আগেই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়ে ৫০০ থেকে ১০০০ হয়েছে। পাশাপাশি ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটাচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে খেটে খাওয়া মানুষের জন্য কর্মশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের একাধিক উন্নয়ন দেখেই তৃণমূলে যোগদান করেছেন বলেই জানান যোগদানকারীরা।
আরও পড়ুন: রাজ্যে পৌঁছল আরও ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
উল্লেখ্য, তৃণমূল এবং কংগ্রেস উভয়েই ইন্ডিয়া জোটের শরিক হলেও বর্তমানে নানা কারণে রাজ্যে দুই দলের মধ্যে মতবিরোধ চলছে। রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে আক্রমণ করতে দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। অন্যদিকে, লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল জোট ছাড়াই লড়ার কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান তার অন্যতম অঙ্গ হিসেবে বলেই মনে করা হচ্ছে।
আরও খবর দেখুন