Friday, August 29, 2025
HomeScroll‘প্রচারের স্বার্থে জামিনের বিরোধিতা’, আদালতে সিবিআইকে কটাক্ষ কেজরির আইনজীবীর

‘প্রচারের স্বার্থে জামিনের বিরোধিতা’, আদালতে সিবিআইকে কটাক্ষ কেজরির আইনজীবীর

নয়াদিল্লি: রাজনৈতিক প্রচারের স্বার্থে সিবিআই (CBI) জামিনের (Bail) বিরোধিতা করছে, দিল্লিতে হাইকোর্টে (Delhi High Court) এমনই অভিযোগ তুলে সওয়াল করলেন অরবিন্দ কেজিরওয়ালের (Arvind kejriwal) আইনজীবী (Lawyear)।

আদালতে কেজরিওয়ালের আইনজীবী বলেন,অন্য অভিযুক্তদের বেলায় ওরা জামিনের বিরোধিতা প্রত্যাহার করছে। এক্ষেত্রে নয় কেন? এটা প্রচারের স্বার্থে। এর চেয়ে বেশি কিছু বলার নেই।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে গত বছরের জুন মাসে সিবিআই মামলায় নিম্ন আদালত কেজরিওয়ালকে জামিন দেয়। সেই রায়ের বিরোধিতা করে হাইকোর্টে সিবিআই-এর আবেদনের শুনানিতে কটাক্ষ কেজরিওয়ালের আইনজীবীর।

আরও পড়ুন: বিচারপতি যাদবের বিরুদ্ধে FIR দায়েরের আর্জি, প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের

শুক্রবারের শুনানি মুলতবি রাখার আবেদন সিবিআইয়ের। অতিরিক্ত সলিসিটর জেনারেলের অনুপস্থিতে আবেদন। সেই পরিপ্রেক্ষিতে কেজরিওয়ালের আইনজীবীর এই বিস্ফোরক অভিযোগ তোলেন।

এই নিয়ে সাত বার ওরা শুনানি মুলতবি রাখার আবেদন করল। ফেব্রুয়ারিতে দিল্লিতে ভোট। কেন ঘাড়ের উপর তরোয়াল এখনও ঝুলিয়ে রাখা হচ্ছে? এভাবে কোন মামলা বকেয়া রাখা যায় না। অন্যান্য অভিযুক্তদের বেলায় ওরা আবেদন প্রত্যাহার করে নিচ্ছে। কেন এক্ষেত্রে নয়? প্রশ্ন কেজরিওয়ালের আইনজীবীর।

প্রসঙ্গত, এই মামলায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। ফলে নিম্ন আদালতের দেওয়া পূর্ণ জামিনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে সিবিআই’র আবেদন যদি সফলও হয়, তাহলেও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনের সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News