দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের (Baruipur) চরণ এলাকায় জলাভূমির উপর তৈরি করা হচ্ছে বহুতল৷ বেআইনিভাবে এই বহুতল নির্মাণ (Construction) করার অভিযোগ৷ তাছাড়া জলাভূমির উপর যেখানে মাটি নরম তার উপর বহুতল নির্মাণ হলে যে কোনও সময় তা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে৷ বিপজ্জনক অবস্থায় মূল রাস্তার পাশেই এইভাবে নির্মাণ কাজ চলছে। তারপরেও প্রশাসন কোনও ভূমিকা না নেওযায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
বারুইপুর থানার নবগ্রাম পঞ্চায়েত এলাকার জনবহুল এলাকায় তৈরি করা চলছে এই বহুতল৷ যারা তৈরি করছেন তাঁদের বক্তব্য, পঞ্চায়েতের কাছে অনুমোদন নেওয়া হয়েছে৷ পঞ্চায়েত সুত্রে জানা গিয়েছে, আবেদন জমা পড়লেও এখনও পর্যন্ত কোনও অনুমতি দেওয়া হয়নি৷ অনুমতি ছাড়াই কীভাবে এই বহুতল নির্মাণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে৷ আজগার খান ও আলাউদ্দিন মোল্লা যারা এই বেআইনি নির্মাণ করছেন তাদের বক্তব্য তাঁরা সব কাগজ জমা দিয়েছেন৷ সবাইকেই বিষয়টি জানানো হয়েছে বলেও তাঁদের দাবি৷ তবে এই বিষয়ে বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস জানান, তিনি পুরো বিষয়টি খোঁজ নেবেন ও আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে৷
আরও পড়ুন: মেয়েদের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরানো হল
আরও খবর দেখুন