মুম্বই: মুম্বইয়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’এর শিকার হলেন এক তরুণী। প্রতারকের ভুয়ো ফোন কলের ফাঁদে পা দিয়ে হোটেল রুমে গিয়ে জামাকাপড় খুলতে বাধ্য করা হল বেসরকারী সংস্থায় কর্মরত ওই যুবতীকে। শেষমেশ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে ১ লক্ষ ৭৮ হাজার টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারক। যে ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দেশবাসীকে সতর্ক করে এসেছেন, এবার সেই ঘটনার শিকার হলেন মুম্বইয়ের ওই তরুণী। প্রতারিত হওয়ার পর বৃহস্পতিবার তিনি দহিসর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর দহিসর থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। তবে পরে এই ঘটনার তদন্তভার হস্তান্তর করা হয় আন্ধেরি থানায়। আপাতত আন্ধেরি থানার পুলিশ অভিযুক্ত প্রতারকদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কীভাবে এই ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ঘটনা ঘটেছিল? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: দিল্লিতে তোলাবাজির নেটওয়ার্ক চালাচ্ছেন কেজরিওয়াল? ভাইরাল অডিও
গত ১৯ ও ২০ নভেম্বর মুম্বইয়ের একটি হোটেলে ঘটে এই ঘটনা। তবে মূল ঘটনার সূত্রপাত হয় এর আগেই। জানা গিয়েছে, প্রতারক দিল্লি পুলিশের নাম নিয়ে ওই যুবতীকে জানায় যে তাঁর নামে একটি অপরাধমূলক মামলা দায়ের হয়েছে। এরপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেলিং। গত ১৯ নভেম্বর তাঁকে শারীরিক যাচাইয়ের জন্য একটি হোটেলে রুম নিতে বাধ্য করা হয়। অভিযোগ, যুবতীকে ক্যামেরার সামনে জামাকাপড় খুলতেও বাধ্য করা হয়। ভেরিফিকেশনের নাম করে তাঁর সাথে অনেক ধরণের কুকর্ম করা হয় বলে অভিযোগ করেন ওই যুবতী। শেষমেশ, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৭৮ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। সাবধান না হলে এমন ঘটনার শিকার হতে পারেন আপনিও।
দেখুন আরও খবর: