লখনউ: কুম্ভমেলা (Kumbh Mela) উপলক্ষ্যে ঢেলে সাজছে উত্তরপ্রদেশ (Uttarpradesh) । বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Rail)। ৯৯২টি স্পেশাল ট্রেন চালানো হবে। এমনিতেই প্রয়াগরাজে ১৪০টি ট্রেন চলাচল করে। কুম্ভ মেলা উপলক্ষ্যে এবার আরও অতিরিক্ত ট্রেন চালাবে ভারতীয় রেল।
২০২৫ সালে মহাকুম্ভ। জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। কয়েক কোটি মানুষের সমাগম হবে। সেই সমস্ত ভক্ত, দর্শনার্থীদের জন্য এই বিশেষ ট্রেনের আয়োজন করা হয়েছে। ২০১৯ থেকে এবছর আরও ২৪ শতাংশ ভক্তদের ভিড় বেশি হবে বলে জানা গেছে। প্রায় ২৪ কোটি ভক্ত সমাগম হবে বলে আশাবাদী উত্তরপ্রদেশ সরকার।
আরও পড়ুন: অকাশ্মীরিকে বিয়ে করলে অভিবাসী মহিলাদের কাশ্মীরি পরিচয় হারাবে না, রায় আদালতের
প্রয়াগরাজে এমনি সময় ১৪০টি ট্রেন চলাচল করে। তবে কুম্ভ মেলায় ৬টি প্রধান উৎসবের সময় রেল দফতরের পক্ষ থেকে ৯৯২টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। যাত্রী সুবিধার্থে তৈরি হচ্ছে ফ্রেট করিডর।
প্রয়াগরাজে স্নান করার পর যারা অযোধ্যা ও কাশী ভ্রমণ করতে চান তাঁদের সুবিধার জন্য প্রয়াগরাজ, প্রয়াগ, অযোধ্যা, বারাণসী, রামবাগের মতো প্রধান স্টেশনগুলিতে এই ট্রেন থামানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। এছাড়াও ঝাঁসি, বান্দা, চিত্রকূট, মানিকপুর, প্রয়াগরাজ, ফতেহপুর, গোবিন্দপুর, ওরায়লকেতে নতুন রিং রেল পরিষেবা বা চক্ররেল পরিষেবার পরিকল্পনা করা হয়েছে।
কুম্ভমেলা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে রেল একটি টোল ফ্রি নাম্বার চালু করেছে। নাম্বারটু ১৮০০-৪১৯৯-১৩৯। কুম্ভ ২০২৫ মোবাইল অ্যাপকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপটিতে এই বছর থেকে ২৪*৭ কল সেন্টার সাপোর্ট পাওয়া যাবে।
কুম্ভ মেলার সময় যাত্রী স্বাচ্ছন্দ্যের মাথায় রেখে প্রয়াগরাজ বিভাগ ৩৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। অতিরিক্তভাবে সড়ক, ওভারব্রিজ নির্মাণের জন্য ৪৪০ কোটি টাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপগ্রেডের জন্য ৪৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে মন্ত্রক। এর মধ্যে রয়েছে রাস্তা মেরামত, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রেলওয়ে চত্বরে অতিরিক্ত ওয়েটিং রুম, আবাসন সুবিধা এবং মেডিকেল স্টেশন নির্মাণ।
দেখুন অন্য খবর:
.