Saturday, January 3, 2026
HomeScrollকলকাতায় ১১ জানুয়ারি হচ্ছে না এ আর রহমানের শো
A R Rahman Kolkata Show

কলকাতায় ১১ জানুয়ারি হচ্ছে না এ আর রহমানের শো

জানুয়ারিতে কলকাতায় আসছেন না এ.আর রহমান

কলকাতা: গতমাসেই জানা গিয়েছিল নতুন বছরের প্রথম দিকেই গানের অনুষ্ঠান হবে। এত বছর পরে কলকাতায় এ আর রহমানের শোয়ের কথা জেনে এখন থেকেই উত্তেজনায় টগবগ করে ফুটছে দর্শক। নতুন বছরের শুরুতেই কলকাতায় এ আর রহমানের (A R Rahman Kolkata Show) শো স্থগিত হয়ে গেল৷ প্রসঙ্গত ১৩ বছর পর ফের কলকাতায় পারফর্ম করতে আসার কথা ছিল রহমানের৷ ১১ জানুয়ারি রহমানের (A R Rahman) শো শো হচ্ছে না বলে আয়োজকের তরফে জানানো হয়েছে। তবে অনুষ্ঠান পুরোপুরি বাতিল হচ্ছে না।জানানো হল অনুষ্ঠানের নতুন দিন। জানুয়ারির বদলে এপ্রিল মাসে অনুষ্ঠান হবে।

১৩ বছর পরে কলকাতায় আসছেন এ আর রহমান। প্রায় দেড় দশক পরে সুরকারের কলকাতায় আসা নিয়ে উত্তেজিত দর্শক। কিন্তু এর মধ্যে গানপাগলদের মন ভাঙল৷ ১১ জানুয়ারি কলকাতায় এ আর রহমানের শো স্থগিত হয়ে গেল৷বহু প্রতীক্ষিত ওই অনুষ্ঠানের দিন পিছিয়ে নতুন শো-এর দিন নির্ধারিত হয়েছে ১১ এপ্রিল৷ ফলত তাঁর অনুষ্ঠান ঘিরে যে উন্মাদনার পারদ বাড়ছিল তা আপাতত কার্যত স্তিমিত।আয়োজকদের তরফে জানানো হয়েছে ওই অনুষ্ঠান পুরোপুরি বাতিল হচ্ছে না৷ ১১ জানুয়ারির বদলে কলকাতায় সুরকারের পাঁচ ঘণ্টাব্যাপী শো হবে ১১ এপ্রিল৷ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫ টায়৷ তবে অনুষ্ঠানস্থল এখনও জানানো হয়নি৷ অনুষ্ঠানের ভেনু এখনও জানানো হয়নি। প্রায় ৫ ঘণ্টার অনুষ্ঠান করার কথা সুরকারের। কলকাতায় এর আগেও বেশ কয়েক বার এসেছেন গায়ক-সুরকার।

আরও পড়ুন:ফিরে দেখা ২০২৫, সেরার সেরা বাংলা ছবি

Read More

Latest News